কলকাতা: বিশেষজ্ঞরা বলছেন, ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল কিছু করতে হলে তাঁকে বল হাতে জ্বলে উঠতেই হবে। কেন? কারণ তাঁর বোলিং অ্য়াকশন এখনও প্রতিপক্ষ ব্যাটারদের কাছে ধাঁধা। কারণ, তাঁর একের পর এক নিখুঁত ইয়র্কার। কারণ, তাঁর বলের গতি। কারণ, তাঁর উইকেট নেওয়ার সহজাত দক্ষতা।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে অবশ্য যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) নিজের দক্ষতার ধারেকাছেও ছিলেন না। না বেরিয়েছে তাঁর হাত থেকে বিষাক্ত ইয়র্কার, না পেয়েছেন উইকেট। তারপর থেকেই বলাবলি শুরু হয়ে গিয়েছে, ভারতীয় দল কি বুমরার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে? আইসিসি-র ওয়েবসাইটে নিজের কলামে কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন পর্যন্ত সেই আশঙ্কার কথাই বলেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তার আগের দিন ভারত অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, দল কি বুমরার ওপর অতিরিক্ত নির্ভরশীল? এবিপি লাইভের প্রশ্নে দুবাই থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ক্যাপ্টেন কোহলি (Virat Kohli) বললেন, 'যশপ্রীত সব ধরনের ফর্ম্যাটে বিশ্বের সেরা বোলার। আর ওর ওপর শুধু সমর্থকদের নয়, ওর নিজেরও প্রত্যাশা রয়েছে। বিষয়টা নিয়ে ও বেশ গর্ব অনুভব করে। ও নিজেকে নিয়ে কী ভাবল সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বাইরের কে কী ভাবল তা নিয়ে সত্যি কথা বলতে কী আমাদের মাথাব্যথা নেই।'
শামি ভারতকে প্রচুর ম্য়াচ জিতিয়েছে, ধর্ম নিয়ে আক্রমণ নৃশংস, তীব্র নিন্দা কোহলির
পাশাপাশি কোহলি মনে করিয়ে দিয়েছেন যে, বুমরা ছাড়াও তাঁর হাতে উইকেট নেওয়ার মতো বোলার রয়েছে। কোহলি বলেছেন, 'আমাদের সব বোলারই ভাল এবং উইকেট তোলার দক্ষতা রয়েছে। তবে আগের ম্যাচে যশপ্রীত ও বাকি কেউই উইকেট পায়নি। দল হিসাবে আমরা নিজেদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারিনি। প্রতিপক্ষ দল আমাদের ম্যাচে দাঁড়াতেই দেয়নি, সে ব্যাটিং হোক বা বোলিং। তাই বলে সব ম্যাচে তা হবে, ব্যাপারটা মোটেও সেরকম নয়। আমরা সবাই ভাল মানের ক্রিকেটার আর জানি এখন আমাদের কী করতে হবে।- নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারলে আমরা বিশ্বের যে কোনও জায়গায় যে কোনও দলকে দাপট দেখিয়ে হারাতে পারি। সেটা বারবার করেও দেখিয়েছি।'