কলকাতা: অধিনায়ক হিসাবে অনেক সময় অনেক সমালোচনা হজম করতে হয়েছে। সমালোচিত হতে হয়েছে তাঁর সতীর্থদেরও। তাই বলে ধর্ম নিয়ে আক্রমণ? কিছুতেই মেনে নিতে পারছেন না বিরাট কোহলি (Virat Kohli)।


গত রবিবারের ঘটনা। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে পরাস্ত হয়েছিল ভারত। বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে প্রথম পরাজয়। আর তারপরেই আক্রমণ করা হয়েছিল মহম্মদ শামিকে (Mohammed Shami)। মুসলিম হওয়াতেই পাকিস্তানের বিরুদ্ধে খারাপ খেলেছেন শামি, ধেয়ে এসেছিল এরকম মন্তব্যও। মাঠ ছেড়ে বেরনোর সময় গ্যালারি থেকেও শামিকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল।


যা নিয়ে এবার মুখ খুললেন বিরাট কোহলি। এবিপি লাইভের প্রশ্নে চাঁচাছোলা ভাষায় স্পষ্ট করে দিলেন নিজের মনোভাব।


রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামছে ভারত। তার আগে কোহলির কাছে এবিপি লাইভ জানতে চেয়েছিল, পাক ম্যাচে পরাজয়ের পর শামিকে ধর্ম নিয়ে আক্রান্ত হতে হয়েছে, অধিনায়ক হিসাবে কীভাবে সামলাচ্ছেন পরিস্থিতি? দুবাই থেকে জুম কলে বিরাট বলেন, 'আমার কাছে ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করা সবচেয়ে নৃশংস কাজ। কোনও পরিস্থিতি নিয়ে সাবরই ব্যক্তিগত মত থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে কোনওদিন কারও সঙ্গে ধর্ম নিয়ে বিভেদ করার কথা ভাবতেও পারিনি। কারণ প্রত্যেক মানুষের কাছেই এটা খুব ব্যক্তিগত আর পবিত্র বিষয়।'


২৪ অক্টোবর পাকিস্তানের কাছে পরাজয়ের পর শামি যখন ড্রেসিংরুমে ফিরছেন, গ্যালারি থেকে তাঁর দিকে উড়ে গিয়েছিল ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য। প্রতিবাদ করেছিলেন শামি। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় শামিকে আক্রমণ করা চলছে। যা দেক্ষে প্রবল ক্ষুব্ধ ভারত অধিনায়ক। এবিপি লাইভের প্রশ্নে কোহলি বলেন, 'এভাবেই লোকে তাঁদের হতাশা বার করেন। ব্যক্তি হিসাবে আমরা কী করি তাঁদের কোনও ধারণাই নেই। মাঠে কতটা লড়াই করি সেটাও কেউ জানেন না। তাঁদের ধারণাই নেই যে, মহম্মদ শামি ভারতকে কত ম্যাচ জিতিয়েছে। গত কয়েক বছরে বুমরার পাশাপাশি ওই আমাদের সেরা বোলিং অস্ত্র। বিশেষ করে খেলার গতিপ্রকৃতি পাল্টে দেওয়ার কথা যদি ধরি, তাহলে শামি অনবদ্য।'


 




পাকিস্তান ম্যাচের পর এক সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু শামিকে আক্রান্ত হতে দেখে বিরাট এখনও যে কতটা আহত, তা বুঝিয়ে দিয়েছেন। 'টেস্ট ক্রিকেটে কেউ খেয়াল করে দেখেছেন রান আপ ধরে দৌড়নোর সময় ওর চোখেমুখে কী সাফল্যের খিদে থাকে, দেশের হয়ে খেলার সময় শামির আবেগকে উপেক্ষা করা হচ্ছে কীভাবে! এই ধরনের লোকেদের মনোযোগ দেওয়ার জন্য আমি জীবনের এক মিনিট সময়ও অপচয় করতে চাইব না। শামি বা আমার দলের অন্য কেউই চায় না। আমরা শামির পাশে আছি। ওকে দুশো শতাংশ সমর্থন জানাচ্ছি,' বলেছেন কোহলি।


আরও পড়ুন: ''বুমরার প্রতি অতিরিক্ত নির্ভর ভারত'', নিউজিল্যান্ড ম্যাচের আগে বিরাটদের কী বার্তা মুরলিথরনের?


সেই সঙ্গে তাঁরা দল হিসাবে এই পরিস্থিতিতে কতটা সংঘবদ্ধ, সেটাও অকপটে জানিয়েছেন বিরাট। এবিপি লাইভের প্রশ্নে বলেছেন, 'যাঁরা শামিকে ধর্ম নিয়ে আক্রমণ করেছেন, তাঁরা আরও শক্তি নিয়ে আসুন। আমাদের দলের সৌভ্রাতৃত্ব আর বন্ধুত্বের পরিবেশ নষ্ট হবে না। অধিনায়ক হিসাবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, আমাদের দলে এমন একটা পরিবেশ রয়েছে যেখানে এসব ভাবনার কোনও স্থান নেই। .০০০০১ শতাংশের বেশি তো নয়ই।'