দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালের আগে ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে। হাত ভেঙে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন কিউয়ি তারকা ডেভন কনওয়ে। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে আউট হওয়ার পরই নিজের ব্যাট দিয়ে মাটিতে আঘাত করেছিলেন। এরপরই ডানহাতে গুরুতর চোট পান তিনি। পরে এক্স রে করার পর দেখা যায় যে ডানহাতের পঞ্চম মেটাকারপাল ভেঙ্গেছে। ফলে বিশ্বকাপের ফাইনালে খেলা হচ্ছে না কনওয়ের। আগামী ৫-৬ সপ্তাহ তাঁকে বিশ্রামে থাকতে হবে। ফলে ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজেও কনওয়েকে পাবে না কিউয়ি ব্রিগেড। এক ভিডিও বার্তায় নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, 'এমনটা হবে কোনওভাবেই ভাবেনি কেউ। ডেভন নিজেও ভীষণ ভেঙে পড়েছে। জাতীয় দলের হয়ে খেলার ক্ষেত্রে ও ভীষণভাবে প্যাশনেট ওঁ। অত্যন্ত দুঃখজনক ঘটনা।'


 






ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ নিয়েছিল নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ৫ উইকেটে ইংল্য়ান্ডকে হারিয়ে দিয়েছিল কিউয়িরা। ব্যাট হাতে নিউজিল্যান্ডের জয়ের নায়ক ডারিল মিচেল। ৪৮ বলে অপরাজিত ৭৩ রান করে ম্যাচের রং পাল্টে দিলেন তিনি। এক ওভার বাকি থাকতেই ইংল্যান্ডের রান তাড়া করে ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্য়ান্ড। 


এদিকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া তাঁর সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ড 'কু'-তে একটি মজাদার কন্টেস্ট রেখেছেন সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য। যার জন্য তিনি পুরস্কার ঘোষণাও করেছেন। যে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন, তাঁর জন্যই রয়েছে পুরস্কার। এক নজরে দেখে নিন সেই পোস্টটি। 


 






এদিক, টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া। টানটান ম্যাচে শেষ হাসি হাসল অস্ট্রেলিয়া। ৬ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল অ্যারন ফিঞ্চের দল। ক্রিকেটপ্রেমীরা বলবেন, এই না হলে সেমিফাইনাল। একেবারে টান টান উত্তেজনা। এক ওভার বাকি থাকতেই ম্যাচ পকেটে পুড়লেন অস্ট্রেলিয় ব্যাটাররা। 


আরও পড়ুন: 'মন অস্ট্রেলিয়ার জন্য, কিন্তু পাক দলের অংশ হতে পেরে ভাল লাগছে', জানালেন ম্যাথু