দুবাই: টি-টোয়ন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতা। প্রথম ২ ম্যাচে পরপর হার। এরপর গ্রুপ পর্ব থেকে টুর্নামেন্টে নিজেদের বিদায়। বিরাট-রোহিতদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। কেন এই ব্যর্থতা? সুংযুক্ত আরব আমিরশাহিতেই আইপিএলে খেলেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এখানকার আবহাওয়া, পিচ সম্পর্কে সবেচেয়ে বেশি ওয়াকিবহাল থাকা উচিত ছিল বিরাটদের। কিন্তু তারা নক আউট পর্বেই উঠতে ব্যর্থ। নামিবিয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নামার আগে দলের ব্যর্থতার জন্য সাফাই দিলেন বোলিং কোচ ভরত অরুণ। তিনি বলেন, “ছ-মাস ধরে খেলে চলেছে দলটা। কেউ বাড়ি যায়নি। আইপিএল-এর প্রথম পর্বের পর একটু বিশ্রাম পেয়েছিল খেলােয়াড়রা। জৈব দুর্গে আটকে রয়েছে ছ’মাস ধরে। আইপিএল এবং টি২০ বিশ্বকাপের মাঝে একটু বিশ্রাম পেলে ছেলেদের জন্য ভালই হত।” উল্লেখ্য, নামিবিয়া ম্যাচের পর দায়িত্ব শেষ হচ্ছে অরুণেরও। 


চলতি টুর্নামেন্টে টস একটা বড় ফ্যাক্টর হয়েছে প্রতি ম্যাচেই। যা নিয়ে ক্ষুব্ধ ভারতীয় দলের বোলিং কোচ বলেন, 'টস খুব বড় ভূমিকা নিয়েছে। এই ধরনের ম্যাচে টস এত বড় ভূমিকা নিলে খুব মুশকিল হয়। টি-টোয়েন্টি ক্রিকেটে টস বড় ভূমিকা নিলে অসুবিধা হয়।' উল্লেখ্য, কিছুদিন আগে দলের তারকা পেসার যশপ্রীত বুমরাও আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে বিরতি না থাকাকে ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছিলেন। 


এদিকে, টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে শেষবার নেতৃত্ব দিতে চলেছেন বিরাট। কোচ হিসেবে ভারতীয় দলের হয়ে আজই সফর শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। নামিবিয়ার মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় দল যে জয় পাবে তা বলাই যায়। এই ম্যাচে একাদশে কিছু বদলও করা হতে পারে। সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে, এমনও শোনা যাচ্ছে। রাহুল চাহারের মতো তরুণ ক্রিকেটারকে সুযোগ দিতে পারেন বিরাট। 


এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিদায় নেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় অভিনব পোস্ট করেছেন বীরেন্দ্র সহবাগ। বরাবরই ঠোঁট কাটা সহবাগ তাঁর সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ড কু-তে রাহুল গাঁধীর একটি জনপ্রিয় সংলাপকে মিম হিসেবে ব্যবহার করেছেন ভারতের এই হারের পর। এক নজরে দেখে নেওয়া যাক সেই পোস্টটি। 




আরও পড়ুন: একসঙ্গে পথ চলার সফর শেষ, আজ বড় জয়ের লক্ষ্যে শাস্ত্রী-বিরাট জুটি