দুবাই: মধুর প্রতিশোধ? এর চেয়ে ভাল বিশেষণ আর কী-ই বা হতে পারে?


২০১৬। ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনাল। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারে অসাধ্য সাধন করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কার্লোস ব্র্যাথওয়েটের দাপটে এক ওভারে ২০ রান তুলে ম্যাচ জিতেছিল।


তার ৫ বছর পর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে লজ্জার রেকর্ড গড়লেন ক্যারিবিয়ান ক্রিকেটারেরা। মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেল ক্রিস গেল, আন্দ্রে রাসেলের মতো তারকা ঠাসা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আইসিসি-র কোনও পূর্ণ সদস্য দেশের যেটা সর্বনিম্ন স্কোর।


টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক অইন মর্গ্যান। শুরু থেকেই বল হাতে দাপট দেখান ইংরেজ বোলাররা। একমাত্র ক্রিস গেল ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ১৩ বলে ১৩ রান করে ফেরেন গেল। ১৪.২ ওভারে ৫৫ রানে অল আউট হয়ে যায় গতবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা। ২.২ ওভারে মাত্র ২ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন আদিল রশিদ। দুটি করে উইকেট মঈন আলি ও টাইমাল মিলস। একটি করে উইকেট ক্রিস জর্ডান ও ক্রিস ওকসের।


আরও পড়ুন: ব্যাট হাতেও ম্যাচ জেতাতে পারেন হার্দিক, কোহলির সুরেই বলছেন কোচ-সতীর্থরা


টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অস্ট্রেলিয়ার শুরুটা ভাল হল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে দিলেন অ্যারন ফিঞ্চরা। দলের জয়ে ব্যাট হাতে অবদান রাখলেন স্টিভ স্মিথ ও মার্কাস স্টোইনিস। সব মিলিয়ে অজি শিবিরে খুশির হাওয়া।


একটা সময় এই দুই দেশের দ্বৈরথের উত্তাপ ছাড়িয়ে গিয়েছিল অ্যাশেজ সিরিজের রোমাঞ্চকেও। তবে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচে একপেশে দাপট দেখালেন অস্ট্রেলিয়ার বোলাররা। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা আটকে গিয়েছিল ১১৮/৯ স্কোরে। মাত্র ১১৯ রান করলেই ২ পয়েন্ট ঘরে তুলবে অস্ট্রেলিয়া, সমীকরণটা দাঁড়িয়েছিল সেরকমই।


জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চ কোনও রান না করেই ফেরেন। ওয়ার্নার আউট হন মাত্র ১৪ রান করে। রান পাননি তিন নম্বরে নামা মিচেল মার্শও। তবে মিডল অর্ডারে প্রতিরোধ গড়ে তোলেন স্টিভ স্মিথ। ৩৪ বলে ৩৫ রান করার পর এনরিক নোখিয়ার বলে স্মিথের ক্যাচ দুরন্ত ক্ষিপ্রতায় তালুবন্দি করেন এইডেন মারক্রাম। তবে স্মিথ ফিরলেও অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতান স্টোইনিস। ১৬ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। ম্যাথু ওয়েড ১০ বলে ১৫ রান করে ফেরেন। ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।