নয়াদিল্লি: আগামী ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। মাঠের লড়াই শুরু হওয়ার আগে এরমধ্যেই মাঠের বাইরের লড়াইও শুরু হয়ে গিয়েছে। তবে আইসিসি ট্রফিতে এত বছরের সাক্ষাতে মাত্র একবার ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জয় পেয়েছে পাকিস্তান। নইলে কোনওভাবেই টিম ইন্ডিয়াকে টেক্কা দিতে পারেন তারা। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর বাতলে দিলেন বীরেন্দ্র সহবাগ। 


আইসিসি বিশ্বকাপের মঞ্চে সে ৫০ ওভারের হোক বা ২০ ওভারের এখনও অপরাজিত ভারত। ২০০৭ সালে তো প্রথবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ফাইনালেও দেখা হয়েছিল ২ দলের। সেবারও জয় পেয়েছিল ভারত। এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ভারত এবার প্রথম ম্যাচেই তাঁদের চির প্রতিদ্বন্দ্বী দলের আমনে সামনে হতে চলেছে। শুরু হয়ে গিয়ে মৌখিক যুদ্ধ। সম্প্রতি এক পাক টেলিভিশন সঞ্চালক মন্তব্য করেছিলেন যে ''এবার পাকিস্তান তারিখ বদলে দেবে''। সেই প্রসঙ্গ টেনে এনেই সহবাগ জানান, '২০১১ সালের বিশ্বকাপ হোক কিংবা ২০০৩ সালের বিশ্বকাপ, আমাদের উপর চাপ সবসময় কম ছিল। কারণ বিশ্বকাপে আমাদের অবস্থান পাকিস্তানের তুলনায় প্রত্যেকবারই ভাল ছিল। আমরা তাই কখনওই বড় বড় কোনও মন্তব্য করিনি। কিন্তু পাকিস্তান বরাবরই বড়সড় মন্তব্য করে এসেছে। ভারত তা না করে, নিজেদের প্রস্তুতির দিকেই বেশি নজর দিয়েছে।'


 




তবে একমাত্র টি-টোয়েন্টি ফর্ম্যাটেঈ পাকিস্তানের ভারতকে হারানোর সুযোগ রয়েছে বলে মনে করেন নজফগড়ের নবাব। তিনি বলেন, 'ক্রিকেটের এই একটি ফর্ম্যাটেই আমার মনে হয় পাকিস্তানের ভারতকে হারানোর সুযোগ রয়েছে। কারণ এই ফর্ম্যাটে একজনই খেলার রং পালটে দিতে পারেন। যদিও এখনও পর্যন্ত এই ফর্ম্যাটেও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। দেখা যাক ২৪ তারিখ কি হয়।' উল্লেখ্য, আইসিসি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৭ বারের সাক্ষাতে ৭ বারই জয় পেয়েছে ভারতীয় দল। শেষবার ২০১৯ বিশ্বকাপেও পাকিস্তানকে হারায় ভারত। ভারত তাঁদের প্রথম প্রস্তুতি ম্যাচে গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে।