আবু ধাবি: চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে শোচনীয়ভাবে হেরে গিয়ে সমর্থকদের হতাশ করলেও, গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিয়ে ফের কিছুটা আশা জাগিয়ে তুলেছে ভারতীয় দল। ৩ ম্যাচ খেলে এখন ভারতের পয়েন্ট ২। গতকাল ম্যাচের আগে ভারতের রান রেট ছিল -১.৬০৯। তবে বড় ব্যবধানে জয়ের পর ভারতের রান রেট হয়েছে +০.০৭৩। এরপর নামিবিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। শেষ চারে যেতে হলে সেই দু’টি ম্যাচ জিততেই হবে। তবে তারপরেও অনেক অঙ্ক থাকবে। সব হিসেব মিলে গেলে তবেই টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে রোহিত শর্মাদের দেখা যাবে।


টানা চারটি ম্যাচ জিতে ভারতের গ্রুপ থেকে ইতিমধ্যেই শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালে যাওয়ার ক্ষেত্রে এখন লড়াই মূলত ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। ৩ ম্যাচ খেলে নিউজিল্যান্ডের পয়েন্ট ৪। সেখানে ভারতের পয়েন্ট কম। ৪ ম্যাচ খেলে আফগানিস্তানের পয়েন্ট ২। ফলে আফগানদের সম্ভাবনা প্রায় নেই। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত চাইবে এই ম্যাচে আফগানিস্তান জিতুক। সেটা হলে বিরাট কোহলি-রোহিত শর্মাদের লাভ। কিন্তু নিউজিল্যান্ড যদি জিতে যায়, তাহলে তারা কার্যত সেমি-ফাইনালের টিকিট পাকা করে নেবে।


ভারতের পক্ষে সবচেয়ে ভাল হয় যদি নামিবিয়ার কাছ হেরে যাওয়ার পর স্বল্প ব্যবধানে আফগানিস্তানকে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। সেক্ষেত্রে ভারতীয় দল যদি নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে ভারত ও নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ৬। নিউজিল্যান্ডের রান রেট যদি ভারতের চেয়ে কম থাকে, তাহলে বিরাটদের শেষ চারে যাওয়ার পথ প্রশস্ত হয়ে যাবে।


অন্যদিকে, আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় এবং নামিবিয়ার বিরুদ্ধে জয় পায় কিউয়িরা, সেক্ষেত্রে ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের পয়েন্ট হবে ৬। তখন রান রেট সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। যে দলের রান রেট সবচেয়ে বেশি থাকবে, তারাই সেমি-ফাইনালে চলে যাবে।