দুবাই: ভারত বনাম পাকিস্তান লড়াই মানেই আলাদা উত্তেজনা কাজ করা। ক্রিকেটের চিরন্তন যুদ্ধের মধ্যে পড়ে ২২ গজে ২ প্রতিবেশী দেশের লড়াই। আগামী রবিবারও ২ দেশ মুখোমুখি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার নিজেদের প্রথম ম্যাচে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে বরবরাই এগিয়ে ভারতীয় দল। কুড়ির বিশ্বকাপেও ২ দলের সাক্ষাতে বারবার ভারতের বিরুদ্ধে কুপোকাত হয়েছে পাকিস্তান। 


২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ২ দল কুড়ির ওভারের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল। ডারবানে হওয়া বিশ্বকাপের গ্রুপ লিগে ভারত-পাকিস্তান প্রথম ম্যাচটি যদিও টাই হয়েছিল। বোল আউটে সেই ম্যাচে ৩-০ তে জয় পেয়েছিল ভারত। এরপর টুর্নামেন্টের ফাইনালেও ২ দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে শেষ ওভারে জিতে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় টিম ইন্ডিয়া। এরপরও একাধিক বার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ২ দল আমনে-সামনে হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক পরিসংখ্যান --


২০১২ সালের ৩০ সেপ্টেম্বর কলম্বোয় ২ দলের মুখােমুখি সাক্ষাতে ভারত জয় পায় ৮ উইকেটে। 


২০১২ সালের ২৫ ডিসেম্বর ব্যাঙ্গালোরে হওয়া ম্যাচে পাকিস্তান ৫ উইকেটে জয় পায়। 


২০১৪ সালের ২১ মার্চ ঢাকায় ফের ২ দল মুখোমুখি সাক্ষাতে ভারতীয় দল জয় পায় ৭ উইকেটে। 


২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি ঢাকায় হওয়া ম্যাচে টিম ইন্ডিয়া ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়। 


শেষবার ২০১৬ সালের ১৯ মার্চ মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে বিরাটরা ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়।


এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেনকে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে নিযুক্ত করেছে পিসিবি। সুপার সানডের সুপার ডূপার মহারণের আগে হেডেন বলছেন, 'কে এল রাহুলকে আমি দেখছি অনেক দিন ধরেই। ওঁ পাকিস্তানের বোলিংয়ের সামনে সমস্যা তৈরি করতে পারে। ওঁর ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠাটা আমি দেখেছি। সংক্ষিপ্ত ফর্ম্যাটে ওঁর ব্যাটিং এখন অনেক উচ্চ স্তরের। এছাড়াও আমি ঋষভ পন্থের নাম বলব। হাত খুলে দারুণ খেলতে পারে ওঁ। বোলারের মনোবল নষ্ট করে দেওয়ার ক্ষমতা রয়েছে ওঁর।'