দুবাই: রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহারণ। তার আগে, শনিবার, হাই-ভোল্টেজ ম্যাচের দল ঘোষণা করল পাকিস্তান।


আগামীকাল, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দল অনেকটা এরকম। দলে থাকছেন-- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, ফকর জমন, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, শাদাব খান (সহ-অধিনায়ক), হাসান আলি, শাহিন আফ্রিদি, হরিস রউফ ও হায়দার আলি।


টি-২০ বিশ্বকাপের সবচেয়ে বড় ব্লকবাস্টারে আগামীকাল দুবাইয়ে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। সুপার সানডে থ্রিলারে ফেভারিট অবশ্যই টিম ইন্ডিয়া।


আরও পড়ুন: প্রিয় ধোনি ফের মাঠে, অবসর ভেঙে ফিরছেন মাহিভক্ত বসির চাচাও


বিরাট ব্রিগেডে মেন্টর ধোনির উপস্থিতি প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে যথেষ্ট।  দলে তারুণ্য, অভিজ্ঞতার মিশেল। হার্দিক আদৌ বোলিং করবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ফলত, প্রথম একাদশে ঢোকার ব্যাপারে অশ্বিনের থেকে কিছুটা এগিয়ে বরুণ চক্রবর্তী। 


টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। পাঁচটিতেই জয় ভারতের। অন্যদিকে, দল নির্বাচন থেকে বোর্ডের অন্তর্কলহ নিয়ে জেরবার পাকিস্তান। 


টিমকে শুধু স্বপ্ন দেখাচ্ছে বাবর আজমের অবিশ্বাস্য ফর্ম।  খাতায়-কলমে এগিয়ে টিম ইন্ডিয়া। তবে চাপ সামলে সেরা পারফর্ম যারা করবে, ম্যাচ তাদেরই, মানছেন বিশেষজ্ঞরা। 


আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে বড় বয়ান সৌরভের


কখন ও কোন সময়ে ভারত বনাম পাকিস্তান টি ২০ বিশ্বকাপের ম্যাচ শুরু হবে?


রবিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ শুরু হবে। 



কোথায় ভারত বনাম পাকিস্তান টি ২০ বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে?


এই ম্যাচ খেলা হবে দুবাইতে। 



কোন চ্যানেলে এই ম্যাচের সম্প্রচার হবে?


ভারত ও পাকিস্তানের এই ম্যাচের সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। 



কোথায় দেখা যাবে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং?


এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে।