সিডনি: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) ফাইনালে পাকিস্তান (Pakistan Cricket Team) চলে গিয়েছে। কিন্তু তাদের প্রতিপক্ষ কারা হতে পারে? আগামীকাল ভারত বনাম ইংল্যান্ড (India vs England) ম্যাচের বিজয়ী দলই আগামী ১৩ নভেম্বর বাবর আজমদের (Babar Azam) বিরুদ্ধে খেলতে নামবেন অ্যাডিলেডে। তার আগে এবিপি লাইভের (ABP Live) পক্ষ থেকে একটি সমীক্ষা করা হয়েছিল। সেখানে সাধারণ মানুষ ও ক্রিকেটপ্রেমীরা ভোট দিয়েছিলেন। ভারত বনাম পাকিস্তান না কি ইংল্য়ান্ড বনাম পাকিস্তান। মতমত চাওয়া হয়েছিল। সেখানেই প্রায় ৮৫.৭ শতাংশ মানুষ ভারত বনাম পাকিস্তান ম্যাচের পক্ষেই ভোট দিয়েছেন। বাকি ১৪. ৩ শতাংশ মানুষ ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের জন্য ভোট দিয়েছেন।



T20 WC 2022 Predictions: ফাইনালে বাবরদের বিরুদ্ধে কাদের দেখতে চান? জনতার রায় উঠে এল এবিপি লাইভের সমীক্ষায়


ফাইনালে ভারত-পাক চাইছেন হেডেন


তাঁর দেশের মাটিতেই চলছে টুর্নামেন্ট। তাঁর দল বিশ্বকাপ (T20 World Cup 2022) থেকে ছিটকে গিয়েছে আগেই। কিন্তু প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন এই মুহূর্তে পাকিস্তান দলের (Pakistan Cricket Team) সঙ্গে যুক্ত রয়েছেন। বাবর আজমদের (Babar Azam) মেন্টর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন  তিনি। এদিন কিউয়িদের সেমিতে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) ফাইনালে (Final) পৌঁছে গিয়েছে পাকিস্তান (Pakistan)। আর তারপরই বেশ উত্তেজিত প্রাক্তন এই ওপেনার। ফাইনালে ভারত-পাক লড়াই দেখতে চান হেডেনও। 


পাকিস্তানের ফাইনালে ওঠার পরই হেডেন বলেন, ''দুর্দান্ত জয়। আজকের রাতটা ভীষণ স্পেশাল। অনেকগুলো ইতিবাচক দিক রয়েছে আমাদের। বাবর ও রিজওয়ানকে নিয়ে প্রশংসা করছেন সবাই। আর আমাদের অসাধারণ বোলিং আক্রমণ তো রয়েইছে। এই ছেলেরা অনেকদিন ধরেই পাকিস্তানের হয়ে দারুণ খেলে আসছে। বিশেষ করে হ্যারিসকে নিয়ে কথা বলতেই হবে। নেটে প্রত্যেক ফাস্ট বোলারকে দারুণ ব্যাট করেছে ও।''


এরপরই হেডেন বলেন, ''আমি অবশ্যই চাইব ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে নামুক পাকিস্তান। তার একটাই কারণ এই ম্যাচের উত্তাপ। এই ম্যাচের পারদ যেভাবে চড়ে তার কোনও তুলনাই হয় না। এই ম্যাচের আবহ বিশ্ব ক্রিকেটে আর অন্য় কােনও ম্যাচে দেখা যায় না।''


 






উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান। সেমিফাইনালে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান।


আরও পড়ুন: ''বিরাটদের আনন্দ মাটি করে দিতে চাই'', হুঁশিয়ারি বাটলারের