লাহোর: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে পাকিস্তান ক্রিকেটে সমালোচনার ঝড়। এশিয়া কাপ জিততে ব্যর্থতা পর ইংল্যান্ডের বিরুদ্ধে সাত ম্যাচের সিরিজও হারতে হয়েছে পাকিস্তানকে। এরপরেই দলের  মিডল অর্ডার নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে। অনেকেই দলের মিডল অর্ডার সমস্যা সত্ত্বেও শোয়েব মালিক (Shoaib Malik) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় প্রশ্ন তুলেছেন। এবার সেই সকল প্রশ্নের জবাব দিলেন পিসিবি সভাপতি রামিজ রাজা (Ramiz Raja) নিজেই। 


মেসি বাদ পড়েননি


গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের সদস্য ছিলেন মালিক। বর্ষীয়াণ তারকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেন ওই বিশ্বকাপে। তারপর নভেম্বরেও পাকিস্তানের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তিনি। তবে আর দলে জায়গা পাননি তিনি। এই নিয়ে পাকিস্তান নির্বাচকদের অনেকেই সমালোচনা করছেন। রামিজের দাবি তাঁদের হাতে বিকল্প খুবই সীমিত। তিনি বলেন, 'আমরা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তো (অভিজ্ঞদের) সুযোগ দিয়েছিলাম। আমার কোনও সমস্যা নেই এ নিয়ে। তবে আমি মনে করি একটা ভাল দলের নির্বাচনেও ধারাবাহিকতা থাকার প্রয়োজন। আর অধিনায়কের পছন্দমতো তাঁকে দল বাছাইয়ের সুযোগও দিতে হবে। আমাদের বেঞ্চে কোনও লিওনেল মেসি বসে নেই এবং তার বদলে আমরা কোনও খারাপ খেলোয়াড়দের সুযোগ দিয়েছি এমনটাও নয়।'


সীমিত বিকল্প


রামিজের দাবি বিকল্প নিয়ে যাতে ভবিষ্যতে আর সমস্যার সৃষ্টি না হয়, তাই জন্যই তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে। 'আমাদের হাতে সীমিত বিকল্প রয়েছে। সেই কারণেই যাতে বিকল্প বাড়ে এবং আরও অনেক খেলোয়াড় উপরে উঠে আসে, তার জন্য জুনিয়র ক্রিকেটে আমরা অনেকটা নজর দিচ্ছি। হয়তো তরুণরা এখনও সুযোগ পেলে ধারাবাহিকভাবে সেই সুযোগকে কাজে লাগাতে পারছে না। তবে বিকল্প বাড়িয়ে অধিনায়ককে আরও শক্তিশালী করাটা তো প্রয়োজন। তাহলেই তো সেই প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে থেকে অধিনায়ক সেরাদের বাছাই করে মজবুত দল গড়ার সুযোগ পাবে।' মত পাকিস্তান বোর্ড প্রধানের।  


প্রসঙ্গত, বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সারতে নিউজিল্যান্ড এক ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত বাবর আজমরা। সেখানে পাকিস্তান, নিউজিল্যান্ড বাদেও অংশ নিচ্ছে বাংলাদেশ। এই সিরিজ খেলেই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে খেলতে নামবেন বাবররা। পাকিস্তানের বিশ্বকাপের প্রথম ম্যাচ ২৩ অক্টোবর মেলবোর্নে ভারতের বিরুদ্ধে। 


আরও পড়ুন: শ্রেয়স, ঈশানের অনবদ্য ইনিংসে ভর করে সিরিজে সমতায় ফিরল ভারত