দুবাই: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে যন্ত্রণার রাত কাটানোর ফাঁকে ভারতীয় শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি হল হার্দিক পাণ্ড্যকে ঘিরে। ফের চোট পেলেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার। যাঁকে ব্যাটসম্যান হিসাবে খেলাচ্ছে ভারত। পাকিস্তান ম্যাচ ফেলে রেখে হার্দিককে ছুটতে হল হাসপাতালে। কাঁধের স্ক্যান করাতে।


এবং পাকিস্তানের ইনিংস চলাকালীন হার্দিকের পরিবর্তে ফিল্ডিং করতে দেখা গেল ঈশান কিষাণকে। দুবাইয়ে ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, হার্দিকের ডান কাঁধে চোট লেগেছে। যন্ত্রণায় বঢোদরার অলরাউন্ডার এতটাই কাতর হয়ে পড়েন যে, ম্যাচ ফেলে রেখে হাসপাতালে ছুটতে হয় তাঁকে নিয়ে।


পরে ভারতীয় শিবির থেকে জানানো হল যে, ব্যাট করার সময় ডান কাঁধে চোট পেয়েছেন হার্দিক।


তাঁর ফিটনেস নিয়ে চর্চা চলছিলই। পিঠের অস্ত্রোপচারের পর থেকে পুরো গতিতে বল করেননি দীর্ঘদিন। সদ্যসমাপ্ত আইপিএলে তো তাঁকে বলই করায়নি মুম্বই ইন্ডিয়ান্স। পাকিস্তান ম্যাচের আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি ইঙ্গিত দিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত শুরুর দিকে শুধু ব্যাটার হিসাবেই খেলাতে চান হার্দিক পাণ্ড্যকে।


বঢোদরার অলরাউন্ডারকে নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছিল ভারত-পাক মহারণের আগের দিনই। কারণ, শনিবার ভারতের প্র্যাক্টিসে গরহাজির ছিলেন হার্দিক। যা দেখে আলোচনা শুরু হয়ে গিয়েছিল, তাহলে কি চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে দেখা যাবে না হার্দিককে? যদিও শনিবার ভারতের ঐচ্ছিক অনুশীলন রেখেছিলেন কোচ রবি শাস্ত্রী, তবু হার্দিকের অনুপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়।


রবিবার অবশ্য হার্দিক খেলেছেন। তবে ম্যাচে বলার মতো কিছুই করতে পারেননি। ৭ নম্বরে নেমে ৮ বলে ১১ রান করে আউট হয়ে যান। ভারতের পরের ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে, আগামী রবিবার। মাঝে ৬দিন সময়। তার মধ্যে ফিট হয়ে যাবেন হার্দিক? নাকি তাঁর পরিবর্তে ব্যাটার হিসাবে দুরন্ত ছন্দে থাকা ঈশান কিষাণকে খেলানো হবে? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।