সিডনি: শুরুতেই ব্যাটিং লাইন আপে ধাক্কা। একের পর এক টপ অর্ডারের ব্য়াটারদের প্য়াভিলিয়নে ফেরা। পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) জন্য় এদিনের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পাক ব্যাটিংয়ের শুরুতে দেখে মনে হচ্ছিল লড়াই করার সাহসটাই বোধহয় নেই এই দলের। তবে ইফতিকার আহমেদ ও শাদাব খানের (Shadab Khan) ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত খেলা ঘুরে গেল। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে বোর্ডে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলে নিল বাবর আজমের দল।


প্রথমে ব্যাটিং পাকিস্তানের


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। গোটা টুর্নামেন্টেই এবার ফ্লপ পাকিস্তানের ওপেনিং জুটি বাবর ও রিজওয়ান। এদিনও তার ব্য়তিক্রম হল না। আরও একবার ব্যর্থ হলেন তাঁরা। মাত্র ৪ রান করে ফেরেন মহম্মদ রিজওয়ান। ১৫ বলে ৬ রান করে ফেরেন বাবর আজম। মহম্মদ হ্যারিস ২৮ রানের ইনিংস খেলে নোখিয়ার বলে আউট হন। এরপরই শাদাব ও ইফতিকার মিলে পার্টনারশিপ গড়ে তোলেন। প্রথম জন ২২ বলে ৫২ রানের ইনিংসে ৩টি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকান। অন্য়দিকে ইফতিকার ৩৫ বলে ৫১ রানের ইনিংস খেলেন ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে। একটা সময় ৪৩ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তানের। সেখান থেকে শেষ পর্যন্ত ১৮৫ বোর্ডে তুলে নেয় পাক শিবির। 


কার্তিকের আউট বিতর্ক


গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস নিয়মে ৫ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। খেলার ১৭ তম ওভারে বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন দীনেশ কার্তিক। বোলার ছিলেন শরিফুল। ক্লিপিংয়ে দেখা যায় যে শাকিব আল হাসানের ছোড়া থ্রো শরিফুলের কাছে এসে পৌঁছনোর আগেই বাংলাদেশের বোলার হাত দিয়ে স্টাম্প ভেঙে দেন। আম্পায়ার কার্তিককে রান আউট দেন।


যদিও এই সিদ্ধান্তের পরই সোশাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন সবাই। ট্যুইটারে আম্পারের ওপর ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।


আরও পড়ুন: শুধু ভারত নয়, সেমির দৌড়ে পাকিস্তানও, কিন্তু কীভাবে?