দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট দলগুলোর মধ্যে ভারতীয় দলও রয়েছে। তবে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর কিছুটা চাপেই বিরাট বাহিনী। কাল নিউজিল্যান্ড সামনে। সেই ম্যাচেও হার মানে সেমিতে ওঠার পথ অনেকটাই শক্ত হয়ে যাবে। ভারতীয় দলের উদ্দেশে বার্তা দিলেন মুথাইয়া মুরলিথরন। 


এক সাক্ষাৎকারে মুরলি বলেন, 'ভারতীয় দলে জসপ্রীত বুমরা একজন ম্যাচ উইনার। কিন্তু আমার মনে হয় ওঁদের বোলিং লাইন আপ খুব বেশি করেই বুমরার ওপর নির্ভরশীল। আমার মনে হয় ওঁরা একজন লেগস্পিনার খেলাতে পারে, বা রবিচন্দ্রন অশ্বিনকে খেলাতে পারে। হার্দিক পাণ্ড্য থাকলে আমার মনে হয় ভারসাম্য থাকে লাইন আপে। নইলে বুমরার ওপর বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে ভারত।'


চলতি বিশ্বকাপে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন মুরলি। তিনি বলেন, 'টুর্নামেন্টের সেরা ২টো দল ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও ওঁদের প্রবল। দলটায় অসংখ্য প্রতিভার ছড়াছড়ি। বিশেষ করে ওঁদের বোলিংয়ে পেস বিভাগ সবচেয়ে শক্তিশালী। শাহিন আফ্রিদি ও হ্যারিস রাউফের জুটি প্লাস পয়েন্ট দলের।'


বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। দুবাইয়ে এই ম্যাচ ২ টো দলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের মতো নিউজিল্য়ান্ডও তাঁদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হেরে গিয়েছে এবারের বিশ্বকাপে। এই গ্রুপে যে ৬ দল রয়েছে। তাঁদের মধ্যে ২টো দল পরের রাউন্ডে যাবে। গতকাল আফগানিস্তানকে হারানোর ফলে পাকিস্তান তাঁদের ৩ ম্য়াচের মধ্যে ৩ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে। ফলে গ্রুপ পর্বে শীর্ষে থেকেই পরের গ্রুপে যাওয়ার সম্ভাবনা প্রায় পাকা তাদের। বাকি একটি জায়গার জন্য মূলত লড়াই হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্য়ে। 


এক্ষেত্রে ভারত ও নিউজিল্য়ান্ড ২ দলের ক্ষেত্রেই একই সমীকরণ। রবিবারের ম্যাচে জিত বাকি ২ দল নামিবিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে গ্রুপ পর্বে দ্বিতীয় দল হিসেবে সেমিতে চলে যাওয়া। শেষ ২ টো দল অপেক্ষাকৃত দুর্বল। তাই নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে রবিবারের ম্যাচই পাখির চোখ বিরাটদের। যদিও সাম্প্রতিক পারফরম্যান্স নিউজিল্যান্ডের বিরুদ্ধে খুব একটা ভাল নয় ভারতের। বিশ্বকাপে ২ বছর আগে হারতে হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছে। এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত ব্ল্যাক ক্যাপসদের হারাতে পারেনি ভারত।