ওমান: টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা একদমই ভাল হয়নি বাংলাদেশের। অনামী স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারতে হয়েছে। কিন্তু ম্যাচে দল হারলেও নতুন মাইলস্টোন স্পর্শ করলেন শাকিব আল হাসান। লাসিথ মালিঙ্গাকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন উইকেটশিকারিদের তালিকায় শীর্ষে বাংলাদেশ অল রাউন্ডার। স্কটল্যান্ড ম্যাচে ২টি উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই এই নজির গড়েন শাকিব। তিন ফর্ম্যাট মিলিয়ে শাকিব এখন ৬০০ উইকেটের মালিক। মালিঙ্গা তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারে দেশের হয়ে ৮৪ ম্যাচে ১০৭ উইকেট নিয়েছিলেন। শাকিবের ঝুলিতে এখন ৮৯ ম্যাচে ১০৮ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে যায় বাংলাদেশ। খুব অল্প রানের মাথায় ২ ওপেনার লিটোন দাস ও সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। ২ জনেই ব্যক্তিগত ৫ রান করে আউট হন। এরপর মুশফিকুর রহিম দলের হাল ধরার চেষ্টা করেন। প্রথমে শাকিব আল হাসানকে নিয়ে ও পড়ে মাহমুদুল্লাহকে নিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন। কিন্তু বল হাতেও জ্বলে ওথেন গ্রিভস। ৩ ওভার বল করে ১৯ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ মুশফিকুরের উইকেটও রয়েছে। শেষ পর্যন্ত মুশফিক ফিরতেই ধস নামে ব্যাটিং লাইন আপে। স্কটল্যান্ড বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি বাংলাদেশ। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন ক্রিস গ্রিভস।