দুবাইঃ ভারতীয় ক্রিকেট শিবিরে ফের মহেন্দ্র সিংহ ধোনি। অবসরের প্রায় দেড় বছর পর ফের জাতীয় দলের ক্যাম্পে দেখা গেল ধোনিকে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। রবিবার বিসিসিআইয়ের তরফে দুটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কোচ রবি শাস্ত্রী, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর সহ অন্যান্য কোচিং স্টাফদের সঙ্গে দেখা যাচ্ছে ধোনিকে।
অধিনায়কের বয়সও চল্লিশ পেরিয়ে গিয়েছে। অথচ নেতৃত্ব হোক বা চাপের মুখে ম্যাচ জেতানোর দক্ষতা, ধোনি রয়েছেন ধোনিতেই। হয়তো ব্যাটের ধার কমেছে। কিন্তু অভিজ্ঞতা আর ক্ষুরধার মস্তিষ্ক নিয়ে একের পর এক শিরোপা জিতে চলেছেন ক্যাপ্টেন কুল। এবারের আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চতুর্থবারের জন্য আইপিএল ট্রফি জিতে নিয়েছে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।
টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে পরিষেবা দেওয়ার জন্য এমএস ধোনি কোনও ভাতা (সাম্মানিক) দাবি করেননি। সংবাদ সংস্থা এএনআই-কে একথা জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ।
টিম ইন্ডিয়ার পক্ষে ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে মাহির। তবে এবার আর মাঠে নয়, মেন্টর হিসেবে দেখা যাবে তাঁকে। আসন্ন টি ২০ বিশ্বকাপে মেন্টর হিসেবে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে দেখা যাবে ধোনিকে। মাঠে না থাকলেও চাপের পরিস্থিতিতে অধিনায়ক বিরাট কোহলিকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন মাহি, যা দলের পক্ষে লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।
আর চ্যাম্পিয়ন্স লাক বরাবরই মাহির সঙ্গেই থেকেছে। ক্যাপ্টেন কুল এবার মেন্টর হিসেবে টিম ইন্ডিয়াকে ফের বিশ্বকাপ দিতে পারবেন কিনা, তার জন্য আগামী নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ভারতের টি ২০ ও একদিনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে মেন্টর হিসেবে নিয়োগ প্রসঙ্গে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন,''আমি এমএসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। যখন দুবাইতে ছিলাম, তখন তাঁর সঙ্গে কথা হয়েছে। তিনি টিম ইন্ডিয়ার মেন্টর হতে রাজি হয়েছেন। তবে তা শুধুমাত্র টি ২০ বিশ্বকাপের জন্যই। আমার অধিনায়ক, সহ অধিনায়ক ও কোচের সঙ্গে কথা হয়েছে। তাঁরা সবাই ধোনিকে মেন্টর হিসেবে নেওয়ার ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন।''