কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপই পাখির চোখ বরুণ চক্রবর্তীর। তবে তার আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে প্লে অফে তুলতে চান তামিলনাড়ুর এই স্পিনার। ভারতীয় দলে এখন স্পিনারদের মধ্যেও জায়গা পাওয়ার ব্যাপারে লড়াই চলছে, তাই প্রতিযোগিতা রয়েছে বলে মনে করেন বরুণ চক্রবর্তী।


এক সাক্ষাৎকারে তামিলনাড়ুর এই তরুণ স্পিনার বলেন, 'আমার এখন একটাই লক্ষ্য কেকেআরকে প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করানো। আপাতত সেদিকেই ফোকাস আমার।' এরপরই বরুণ আরও বলেন, 'সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে দলে জায়গা পাওয়ার লড়াই চলবে। আমার মাথাতেও তা ঘুরছে। কিন্তু এখনই এই নিয়ে বেশি ভাবতে রাজি নই।' কলকাতা নাইট রাইডার্সের রহস্য স্পিনার আরও বলেন, 'জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য ভারতীয় দলে স্পিনারদের মধ্যেও লড়াই চলছে। আর তার জন্যই আমাকে আরও আরও উন্নতি করতে হবে নিজের বোলিংয়ে। তবে এই প্রতিযোগিতা কোনও খারাপ কিছু নয়। একটা সুস্থ প্রতিযোগিতা সবসময়ই ভাল।'


জাতীয় দলে সুযোগ পাওয়ার পর চোটের জন্য ছিটকে গিয়েছিলেন বরুণ। তবে গত শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের সিরিজে সুযোগ চলে আসে তাঁর। দ্বীপপুঞ্জে দুর্দান্ত পারফর্ম করতে পেরেছিলেন। বরুণ বলেন, 'আন্তর্জাতি মঞ্চে যত বেশি ম্যাচ খেলব ততই আরও বেশি করে শিখতে পারব, আরও বেশি উন্নতি করতে পারব। আন্তর্জাতিক ম্যাচে প্রতিটা বলই খুব গুরুত্বপূর্ণ। তাই নিজের দায়িত্বটা নিঁখুতভাবে পালন করতে হবে। আমি আমার ধারাবাহিকতা ধরে রাখতে চাই।'


কেকেআর শিবির সূত্রে খবর, ২৫ ও ২৬ অগাস্ট ভারতীয় সমস্ত ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মুম্বইয়ে জমায়েত হবেন। সেখানে ২৬ অগাস্ট ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে প্রত্যেকের আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার বন্দোবস্ত করছে। ২৬ অগাস্ট রাতেই সেই পরীক্ষার ফল হাতে এসে যাবে। তারপর ২৭ তারিখ চার্টার্ড বিমানে করে মুম্বই থেকে দুবাই উড়ে যাবে দল।