Tagenarine Chanderpaul: ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে শিবনারায়ণ চন্দ্রপলের ছেলে

WI vs AUS Test: ক্রেগ ব্রেথওয়েটের সঙ্গে ওপেনে নামবেন চন্দ্রপল পুত্র। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে রিজার্ভ ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছিলেন ট্যাগেনারিন চন্দ্রপল। 

Continues below advertisement

বার্বাডোজ: ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেন শিবনারায়ণ চন্দ্রপলের ছেলে টাগেনারিন চন্দ্রপল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী নভেম্বর-ডিসেম্বরে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ক্যারিবিয়ান শিবির। সেই সিরিজের জন্যই জাতীয় দলে সুযোগ পেছেন এই বাঁহাতি ব্যাটার। তিনিই হয়ত অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েটের সঙ্গে ওপেনে নামবেন চন্দ্রপল পুত্র। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে রিজার্ভ ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছিলেন ট্যাগেনারিন চন্দ্রপল।

Continues below advertisement

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অষ্টম সর্বাধিক রান সংগ্রাহক হলেন শিবনারায়ণ চন্দ্রপল। তাঁর ছেলেও বাংলাদেশের জার্সিতে অনূর্ধ্ব ১৯ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। টেস্টে উইন্ডিজ ক্রিকেটের হয়ে ব্রেথওয়েটের সঙ্গে ওপেন করে থাকেন জন ক্যাম্বেল। কিন্তু ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় চার বছরের জন্য নির্বাসিত হতে হয়েছে ক্যাম্বেলকে। তাঁর জায়গায় নামবেন ট্যাগেনারিন চন্দ্রপল। 

রাহুলে আস্থা

কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগেরদিন আজ সাংবাদিক সম্মেলনে বিক্রম বলেন, 'আমরা এই বিষয়ে (রাহুলের পরিবর্তে পন্থকে দিয়ে ওপেন করানো) কিছুই ভাবছি না। আমার মনে হয় না (রাহুলকে বাদ দেওয়ার জন্য) এটুকু যথেষ্ট। ও যথেষ্ট ভাল ব্যাটিং করছে এবং অনুশীলন ম্যাটগুলিতেও রান পেয়েছে। সুতরাং, এখনই আমরা কিছুই বদল করছি না।'

পাওয়ার প্লেতে রাহুলের মন্থর ব্যাটিং নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে রাহুলের মন্থর ব্যাটিং রোহিতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছ। কিন্তু এই বিষয়েও বেশি চিন্তাভাবনা করতে নারাজ রাঠৌর। তাঁর দাবি, 'প্রত্যেক খেলোয়াড়ই ভিন্ন ভিন্ন ভাবে নিজেদের ইনিংস গড়েন এবং প্রত্যেকের খেলার ধরনও ভিন্ন। একটা ভাল পার্টনারশিপে তো দুই ক্রিকেটার একে অপরের পরিপূরক হন। যদি রাহুল ফর্মে ফিরে আসেন, তাহেল ও কিন্তু শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে পারে।'

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে ঋষভ পন্থ ভারতীয় দলে সুযোগ পাননি। দীনেশ কার্তিককেই উইকেটকিপার হিসাবে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। বিক্রম রাঠৌরের কথা শুনে একটা বিষয় স্পষ্ট। পন্থকে নিজের সুযোগের জন্য এখনও অপেক্ষা করতে হবে। 'দুর্ভাগ্যবশত দলে ১১ জনই খেলতে পারে। আমরা জানি পন্থ যে প্রতিপক্ষকেই একা হাতে হারানোর ক্ষমতা রাখেন। তবে আমি ওকে বলব ও যেন প্রস্তুত থাকে। যে কোনও সময়ই ওর ডাক পড়তে পারে। মানসিক ও শারীরিকভাবে ওর সবসময় প্রস্তুত থাকাটা জুরুরি এবং ও সেটা করছেও। আমি নিশ্চিত, সুযোগ পেলে ও ভাল পারফর্ম করবে।' মত ভারতের ব্য়াটিং কোচের।

Continues below advertisement
Sponsored Links by Taboola