নয়াদিল্লি: অনেকেই তাঁকে নীরজ চোপড়ার পরবর্তী দেশের সেরা জ্যাভলিন তারকা হিসেবে মানতে শুরু করেছেন। ৮৩.৪০ মিটার দূরত্বে নিজের সেরা থ্রো করেছেন। যদিও এবার তাইল্যান্ড ওপেনে ৭৪.৪২ মিটার দূরত্বে থ্রো করেই সোনা জিতে নিলেন রোহত যাদব। এই টুর্নামেন্ট থেকে ১৬টি পদক জিতেছে ভারত। রোহিত সোনা জয়ের পর বলছেন, ''দেশের জন্য় সোনা জিতেছি। আমি দারুণ খুশি।'' এর আগে দুবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। রোহিত বলছেন, ''আমি আরও ভাল করতে পারতাম। আমি ৮০ মিটারের মার্ক পার করতে চাই। এবার হল না। পরের বার আরও ভাল পারফর্ম করে নিজের লক্ষ্যপূরণ করতে চাই।''

নিজের সোনাজয়ের দিনে রোহিতের মুখে দেশের জ্যাভলিনে সবচেয়ে বড় তারকা নীরজ চোপড়ার কথা। কী বলছিলেন দেশের ২ বারের অলিম্পিক্স পদকজয়ী নীরজ? রোহিত বলছেন, ''আমি যখন প্রথমবার নীরজ ভাইয়ের সঙ্গে দেখা করি, তখন ২০১৯ সাল। যতবার সেই থেকে ওঁর সঙ্গে দেখা হয়েছে আমার, প্রত্যেকবার আমাকে উদ্বুদ্ধ করে গিয়েছে নীরজ ভাই। তিনি আমাকে বারবার বলতেন যে নিজের লক্ষ্যে স্থির থাকতে। ফল নিয়ে বেশি মাথা না ঘামাতে। আমিও সেটাই মেনে চলার চেষ্টা করি। নীরজ ভাইয়ের ধারাবাহিকতা আমাকে প্রভাবিত করে। আমিও আমার পারফরম্য়ান্স সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চাই।''

 

নীরজ চোপড়া কিছুদিন আগেই পোল্যান্ডে রুপো জিতেছেন। দোহাতে জীবনে প্রথমবার ৯০ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। প্রত্যাশার পারদ তাঁকে নিয়ে বেড়েছিল পোল্যান্ড অ্যাথলেটিক্স মিটে। কিন্তু পারলেন না ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার। নিজের সেরা পারফরম্য়ান্সের ধারেকাছে ছিলেন না নীরজ। ৮৪.১৪ মিটার দূরত্ব অতিক্রম করতে পেরেছিলেন পানিপথের তরুণ। নিজের ষষ্ঠ প্রচেষ্টায় এই দূরত্ব অতিক্রম করেন নীরজ। অন্যদিকে সোনা জিতেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। ৮৬.১২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন ওয়েবার। টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকার করেছেন পিটার্স অ্য়ান্ডারসন। তিনি ৮৩.২৪ মিটার ছুড়েছেন। 

এদিন নীরজ এতটাই ছন্দহীন ছিলেন যে প্রথম, তৃতীয় ও চতুর্থবার ফাউল করে বসেন তিনি। দ্বিতীয়বার ৮১.২৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। পঞ্চম থ্রোয়ে ৮১.৮০ মিটার ছোড়েন। দ্বিতীয় প্রচেষ্টাতে ওয়েবার টুর্নামেন্টের সেরা থ্রোটি করে বসেন। পিটার্স দ্বিতীয় প্রচেষ্টায় ৮১.৪৮ মিটার ছোড়েন। তৃতীয় প্রচেষ্টায় ৮৩.২৪ মিটার পার করে তৃতীয় স্থান নিশ্চিত করেন। নীরজ ৮৪.১৪ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন নিজের শেষ থ্রোয়ে।