নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) কি বদলে যেতে চলেছে ভারতের (Team India) ওপেনিং জুটি? ভারতের প্রাক্তন ক্রিকেটারের অন্তত সেরকমই দাবি। আর সেই কারণে রোহিত শর্মাকে ব্যাটিং অর্ডারের নীচে নামার পরামর্শ দিচ্ছেন ওয়াসিম জাফর। মনে করিয়ে দিচ্ছেন ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহেন্দ্র সিংহ ধোনির কৌশল।


জাফর ট্যুইট করেছেন, 'আমার মনে হয় টি-টোয়েন্টিতে পন্থের (ঋষভ পন্থ) সেরাটা দেখা যাবে যদি ও ইনিংস ওপেন করে। সবচেয়ে বড় কথা, রোহিত চার নম্বরে ব্যাট করতে পারে। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এম এস রোহিতকে ওপেনার হিসাবে খেলিয়ে এটাই করেছিল। বাকিটা ইতিহাস। এবার রোহিতের পালা পন্থকে নিয়ে একই পদক্ষেপ করার। কে এল, পন্থ, বিরাট, রোহিত ও স্কাই (সূর্যকুমার), ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার প্রথম পাঁচ'।


কেমন হল ভারতের দল


টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য ভারতের দল (Team India) বেছে নেওয়া হল সোমবার। রোহিত শর্মার নেতৃত্বে ১৫ জনের দল বেছে নেওয়া হল। ফিটনেস টেস্টে পাশ করে গিয়ে দলে ফিরলেন ভারতের সেরা পেস অস্ত্র যশপ্রীত বুমরা। পাশাপাশি চোট সারিয়ে দলে ফিরেছেন অন্যতম বোলিং অস্ত্র হর্ষল পটেলও। তবে সুযোগ পাননি বাংলার মহম্মদ শামি। তাঁকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। যার অর্থ, মূল দলের কেউ চোট পেলে বা অসুস্থ হয়ে পড়লে সুযোগ পেতে পারেন শামি। বাংলার পেসারের সঙ্গেই স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহারকে।


নির্বাচিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল ও অর্শদীপ সিংহ।


স্ট্যান্ড বাই: মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার।


শামির বাদ পড়া নিয়ে প্রশ্ন


টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মহম্মদ শামিকে (Mohammed Shami) না দেখে হতবাক কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krish Srikanth)। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে দুরন্ত বোলিং করেছিলেন শামি। ভারতকে সেমিফাইনালে তোলার নেপথ্যেও ছিল বাংলার পেসারের দাপট। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে সেই অস্ট্রেলিয়াতেই। আর সেখানেই কি না দলের বাইরে শামি!


বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে জাতীয় নির্বাচক কমিটির প্রাক্তন প্রধান শ্রীকান্ত বলেছেন, 'আমি নির্বাচক কমিটির প্রধান হলে শামিকে অবশ্যই দলে রাখতাম। আমরা অস্ট্রেলিয়ায় খেলছি। এই ছেলেটার বোলিং অ্যাকশন অসাদারণ। বাউন্স আদায় করে নিতে জানে। দ্রুত উইকেট তুলতে পারে। হর্ষল পটেলের জায়গায় শামিকে দলে রাখতাম আমি। হর্ষল ভাল বোলার, কিন্তু শামি আসল লোক। হয়তো অনেকে বলবে ও টেস্ট বা ওয়ান ডে ক্রিকেটের জন্য বেশি উপযুক্ত। কিন্তু ভুলে গেলে চলবে না আমরা অস্ট্রেলিয়ায় খেলছি। পাশাপাশি শামি গত আইপিএলে দারুণ বল করেছে।'


আরও পড়ুন: হতাশ হলেও ভেঙে পড়ছেন না, ওয়ান ডে বিশ্বকাপকে পাখির চোখ করছেন জাডেজা