পচেস্ট্রম: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৪ বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বিশ্বজয় বাংলাদেশের। এই প্রথম আইসিসি আয়োজিত কোনও প্রতিযোগিতার ফাইনালে ভারতকে হারাল বেঙ্গল টাইগাররা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে একেবারে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিয়ে যান বাংলাদেশি অধিনায়ক আকবর আলি। তাঁর অপরাজিত ৪৩ রানের সুবাদেই বিশ্বজয় করল বাংলাদেশ।
বৃথা গেল ভারতের দুই উঠতি তারকা যশস্বী জয়সোয়াল ও রবি বিষ্ণোইয়ের লড়াই। এদিন ৮৮ রানের ইনিংস খেলেন যশস্বী। সঙ্গে ঝুলিতে একটি উইকেটও। আর বিষ্ণোইয়ের ঝুলিতে আসে ৪ উইকেট। তাঁদের এই পারফরম্যান্স অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। সঙ্গে যে ঘটনাও ইতিহাসের পাতায় চলে গেল, তা হল ভারত-বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের ডুয়াল।
যশস্বী বনাম শরিফুল (ইসলাম)। দিব্যাংশ বনাম তানজিম হাসান সাকিব। তখন ম্যাচের প্রথম ইনিংস। প্রথম ওভারে শরিফুলের মেডেন। দ্বিতীয় ওভারে দিব্যাংশের মুখোমুখি সাকিব। ডেলিভারির পর সাকিবকেই দেখা যায় ভারতীয় ব্যাটসম্যানের সামনে গিয়ে উত্তেজিত ভঙ্গিতে কিছু বলছেন। তবে দিব্যাংশ কোনও সাড়াই দেননি। পরের ডেলিভারিতেই ফলো থ্রুতে বল ধরে ভারতীয় ব্যাটসম্যানের মুখ বরাবর ছুড়ে মারেন সাকিব। বল থেকে মুখ সরিয়ে রক্ষা পান ভারতীয় দলের বাঁ হাতি তরুণ। এরপরও একই রকম উত্তেজিত ভঙ্গিতেই কথা বলতে দেখা যায় তাঁকে। অনুতাপ, ক্ষমা চাওয়া তো দূর কোনও রকম ভ্রূক্ষেপ না করেই ফের বল করতে চলে যান তিনি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই তা আলোচনায় চলে আসে। দেখুন সেই ভিডিও -