মুম্বই: আর কিছুদিনের অপেক্ষা। আগামী ২৩ তারিখ কোচিতে (Kochi) বসতে চলেছে আসন্ন আইপিএলের (Tata Ipl 2023) আসর। তার আগেই চমক। আসন্ন মরসুমে নতুন নিয়ম আসতে চলেছে আইপিএলে। যার সুবিধে পাবে প্রত্যেকটি ফ্র্য়াঞ্চাইজিই। আইপিএল কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী মরসুমে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি একজন করে পরিবর্ত ক্রিকেটার ম্যাচের মাঝেই ব্য়বহার করতে পারবে। এর আগেও তেমনটা করা যেত, কিন্তু সেক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকত। যেমন, সেই পরিবর্ত প্লেয়ার ব্যাটিং, বোলিং করতে পারতেন না। তবে এক্ষেত্রে হয়ত সেই পরিবর্ত প্লেয়ার ব্যাটিং ও বোলিংও করতে পারবে। 


 






উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর কোচিতে বসতে চলেছে আইপিএলের মেগা নিলাম। সম্প্রতি বিশ্বরেকর্ড গড়েছিল ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। রবিবারই (২৭ নভেম্বর) বিসিসিআইয়ের তরফে জানানো হয় এবারের আইপিএল ফাইনালে দর্শকদের উপস্থিতির বিচারে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে  নাম তুলেছে বোর্ড। এবারের আইপিএল ফাইনালে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালসের ম্যাচেই এই রেকর্ড হয়েছে।


ফাইনালে বিশ্বরেকর্ড


যে কোনও টি-টোয়েন্টি ম্যাচে সর্বকালের সর্বাধিক দর্শক আইপিএল ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। মোট এক লক্ষ এক হাজার ৫৬৬ জন লোক একসঙ্গে আমদাবাদের স্টেডিয়ামে এ মরসুমের আইপিএল ফাইনাল ম্যাচের সাক্ষী ছিলেন। বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহকে এক বিশ্বরেকর্ড গড়ার স্মারক হাতে তুলে দেওয়া হয়। বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'ভারত গিনেস বিশ্বরেকর্ড গড়েছে, যা সকলের জন্যেই দারুণ গর্বের বিষয়। এটি আমাদের সকল সমর্থকদের উৎসর্গ করা হচ্ছে। তাদের সমর্থন এবং ক্রিকেটের প্রতি অগাধ প্রেমের জন্য। আইপিএল এবং মোতেরা স্টেডিয়ামের জন্য অনেক শুভেচ্ছা।'