পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ ইতিমধ্যেই জিতে ফেললেও, চতুর্থ টেস্টেও জয়ের লক্ষ্যেই নামছে ভারতীয় দল। টেস্টে এক নম্বর হওয়াই তাঁদের লক্ষ্য। মঙ্গলবার এ কথা স্পষ্ট করে দিলেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে।

 

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। তার আগেই সিরিজে ২-০ এগিয়ে যাওয়ায় ফুরফুরে মেজাজে রয়েছে ভারতীয় দল। এই টেস্টের আগে দলের লক্ষ্য প্রসঙ্গে রাহানে বলেছেন, ‘ড্রেসিংরুমের পরিবেশ দুর্দান্ত। আমাদের লক্ষ্য আক্রমণাত্মক ক্রিকেট খেলে ওয়েস্ট ইন্ডিজকে এই টেস্টেও হারানো। আমরা ভাল খেলছি। সফরের শেষটা ভালভাবে করা জরুরি। ৩-০ ফল হলে খুব ভাল হবে। টেস্টে এক নম্বর দল হওয়া আমাদের দীর্ঘদিনের লক্ষ্য। তবে এখনকার অবস্থান ধরে রাখাও গুরুত্বপূর্ণ।’

 

অধিনায়ক বিরাট কোহলির মতোই সহ অধিনায়কও সিরিজের শেষ টেস্টেও দাপট দেখাতে চাইছেন। তাঁর মতে, সিরিজের প্রথম তিনটি টেস্টে প্রতিদিনই তাঁরা বিপক্ষের চেয়ে ভাল খেলেছেন। সেভাবেই শেষ টেস্টেও খেলে এক নম্বর দল হয়ে উঠতে চাইছেন।  তৃতীয় টেস্টের দলে রোহিত শর্মা ঢোকার পর ব্যাটিং অর্ডারে রাহানের অবস্থান বদল হয়েছিল। তবে সেটা নিয়ে ভাবছেন না ভারতের সহ-অধিনায়ক। তিনি দলের প্রয়োজনে যে কোনও জায়গায় ব্যাট করতে রাজি। পরিস্থিতি অনুযায়ী খেলাই তাঁর লক্ষ্য। রাহানের মতে, প্রধান কোচ অনিল কুম্বলে এবং ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে নিয়মিত আলোচনা করার ফলে তাঁর পক্ষে ম্যাচের পরিস্থিতি বোঝা সহজ হয়।