লন্ডন : মাঝে আর দু'দিন। শুক্রবার থেকে সাউদম্পটনে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বপ্রাপ্তি যে যুদ্ধের জন্য মঙ্গলবার সন্ধেয় দলঘোষণা করে দিল টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ১৫ জনের দলঘোষণা করা হয়েছে।
বিরাট কোহলির নেতৃত্বাধীন দলে তাঁর ডেপুটি আজিঙ্কা রাহানে। চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিনের মতো টেস্ট স্পেশালিস্টদের পাশাপাশি জসপ্রীত বুমরাহ, রোহিত শর্মারা রয়েছেন ১৫ জনের দলে। তবে কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়ালরা জায়গা করে নিতে পারেননি ১৫ জনের দলে। একনম্বর কিপার-ব্যাটসম্যানের চয়েস ঋষভ পন্থের সঙ্গে ঋদ্ধিমান সাহাও রয়েছেন স্কোয়াডে। চোট সারিয়ে স্কোয়াডে ফিরেছেন রবীন্দ্র জাদেজাও।
ওয়াকিবহাল মহল মনে করছে, সাউদাম্পটনে ওয়ার্ল্ড টেস্ট সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে দলের পেস বোলিং বিভাগ। সেখানে জসপ্রীত বুমরাহের সঙ্গে ইশান্ত শর্মা, মহম্মদ সামি, উমেশ যাদবের সঙ্গে মহম্মদ সিরাজ, মোট পাঁচ পেসারকে জায়গা দেওয়া হয়েছে ১৫ জনের স্কোয়াডে।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভারতীয় স্কোয়াড :
- বিরাট কোহলি (অধিনায়ক)
- আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক)
- রোহিত শর্মা
- শুবমন গিল
- চেতেশ্বর পূজারা
- হনুমা বিহারী
- ঋষভ পন্থ (উইকেটরক্ষক)
- ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক)
- রবিচন্দ্রন অশ্বিন
- রবীন্দ্র জাদেজা
- জসপ্রীত বুমরাহ
- ইশান্ত শর্মা
- মহম্মদ সামি
- উমেশ যাদব
- মহম্মদ সিরাজ
ফাইনালে যারা জিতবে তারা ১.৬ মিলিয়ন ডলার পাবে পুরস্কার অর্থ বাবদ। সোমবার আইসিসি এক বিবৃতিতে জানিয়েছিল, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বহু প্রতীক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বিজয়ী দল ১.৬ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১১.৭২ কোটি টাকা) এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ দন্ড বা মেস পুরস্কার হিসাবে পাবে। পরাজিত দল পাবে এর অর্ধেক। সেই অঙ্কটাও নেহাত কম নয়। ভারতীয় মুদ্রায় প্রায় ৫.৮৫ কোটি টাকা। অর্থাৎ, বিরাট কোহলিরা চ্যাম্পিয়ন হলে প্রায় ১২ কোটি টাকা পুরস্কার মূল্য হিসাবে পাবেন।
পাশাপাশি, বৃষ্টিতে খেলা না হলে বা ফাইনাল অমীমাংসিত থাকলে কী হবে, সেটাও বলে দেওয়া হয়েছে। ড্র হলে মোট পুরস্কার মূল্য সমানভাগে ভাগ করা হবে ও পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত সমান সংখ্যক দিন ওই বিশেষ দন্ড বা মেসটি নিজেদের কাছে রাখতে পারবে ভারত ও নিউজ়িল্যান্ড, দুই দলই।