কাল শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচ, জয় দিয়েই সিরিজ শেষ করার লক্ষ্যে বিরাটরা
Web Desk, ABP Ananda | 09 Jan 2020 09:47 PM (IST)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের আগে এটাই ভারতের শেষ ম্যাচ।
পুণে: পিচে জল ঢুকে যাওয়ায় গুয়াহাটিতে প্রথম ম্যাচ ভেস্তে যায়। ইনদওরে দ্বিতীয় ম্যাচে অনায়াস জয় পায় ভারতীয় দল। এবার পুণেতে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ। এই ম্যাচ না হারলেই সিরিজ দখল করবেন বিরাট কোহলিরা। ভারতীয় দলের ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররা ছন্দে আছেন। ফলে জয়ের বিষয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের আগে এটাই ভারতের শেষ ম্যাচ। এই ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই বিরাটদের লক্ষ্য। গত ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখান ভারতীয় দলের দুই তরুণ পেসার শার্দুল ঠাকুর ও নবদীপ সাইনি। শার্দুল তিনটি ও নবদীপ দু’টি উইকেট নেন। চোট সারিয়ে দীর্ঘদিন পর দলে ফেরা জসপ্রীত বুমরাহ একটি উইকেট নেন। ওপেন করতে নেমে ভাল পারফরম্যান্স দেখান লোকেশ রাহুল। মিডল অর্ডারে নির্ভরতা জোগান শ্রেয়াস আইয়ার। ফলে দল নিয়ে বিশেষ চিন্তায় নেই ভারতের টিম ম্যানেজমেন্ট। গত ম্যাচের পারফরম্যান্স ধরে রাখাই লক্ষ্য। ভারতীয় দল অপরিবর্তিত থাকারই সম্ভাবনা। শ্রীলঙ্কার অধিনায়ক লসিথ মালিঙ্গা অবশ্য দল নিয়ে বেশ চিন্তায়। গত ম্যাচে তাঁর দল সব বিভাগেই পর্যুদস্ত হয়েছে। তিনি নিজেও মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হওয়ার পর বল হাতে ৪ ওভারে ৪১ রান দিয়ে কোনও উইকেট পাননি। পুণেতে চোট পেয়ে ছিটকে যাওয়া বাঁ হাতি পেসার ইসুরু উদানার জায়গায় খেলতে পারেন অলরাউন্ডার লসিথ মালিঙ্গা।