মুম্বই: ভারতীয় দলের নয়া কোচ কে? আজ ইন্টারভিউ দিলেন আবেদনকারীরা। ইন্টারভিউ পর্ব শেষ। তবে সাসপেন্স এখনও অব্যাহত। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত কোচ বাছাইয়ে নিযুক্ত বিসিসিআই-এর তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) অনিল কুম্বলের উত্তরসূরী নির্বাচন আপাতত স্থগিত রেখেছে।
তবে, নয়া কোচের নাম ঘোষণার আগে ক্যাপ্টেন কোহলির প্রতি সিএসি-র চেয়ারম্যান সৌরভের বার্তা, ‘কোচ কীভাবে কাজ করেন, সেটা বিরাটকেও বুঝতে হবে।’ একইসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, কোচ নির্বাচন প্রক্রিয়া থেকে দূরেই ছিলেন বিরাট। এজন্য তাঁকে কৃতিত্ব দিতে হবে।
সৌরভ বলেছেন, কোহলি ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরে এলে কোচ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করবে সিএসি।
কোহলির সঙ্গে সংঘাতের জেরে অনিল কুম্বলকে ইস্তফা দিয়েছেন। এই অবস্থায় সৌরভ প্রাক্তন কোচ ও অধিনায়কের মতভেদ নিয়ে ঘুরিয়ে বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে।
এক বছর আগে প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রীকে কোচ পদে নিয়োগ না করে কুম্বলের প্রতি আস্থা রেখেছিল সৌরভদের কমিটি।
এদিন সৌরভের মন্তব্যে থেকে ইঙ্গিত, বীরেন্দ্র সহবাগ ও টম মুডির মধ্যে থেকে কোনও একজনকে বেছে নিতে হবে কোহলিকে।
আপাতত কোচ পদে নিয়োগ স্থগিত রেখে সিএসি কার্যত বুঝিয়ে দিল এবারও শাস্ত্রীর নাম তাঁদের বিবেচনায় সর্বাগ্রে নেই। এদিন কমিটির সামনে বীরেন্দ্র সহবাগের ইন্টারভিউ প্রায় দুই ঘন্টা ধরে চলে।
এর আগে জানা গিয়েছিল, কোচ হিসেবে কোহলির পছন্দ শাস্ত্রীই। এখন সিএসি অধিনায়কের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত জানাবে। এর থেকে একটাই ইঙ্গিত মেলে যে, শেষ মুহূর্তে লড়াইয়ে সম্ভবত পিছিয়ে পড়েছেন শাস্ত্রী।
জানা গেছে, শাস্ত্রী, সহবাগ, লালচাঁদ রাজপুত ও রিচার্ড পাইবস এবং টম মুডি সহ মোট পাঁচজন ইন্টারভিউ দিয়েছেন। শেষমূহুর্তে নিজেকে সরিয়ে দেন ফিল সিমন্স।
সৌরভ ও লক্ষ্মণ সশরীরে ইন্টারভিউ নিয়ে উপস্থিত থাকলেও সচিন লন্ডন থেকে স্কাইপ-এর মাধ্যমে যোগ দেন।
ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পর সৌরভ বলেছেন, আগামী দু বছরের কথা তাঁরা মাথায় রেখেছেন এবং ভারতীয় ক্রিকেটের সবচেয়ে ভালো কীসে হবে, তা বিবেচনা করেই তাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
সৌরভ জানিয়েছেন, ইন্টারভিউর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সমস্ত প্রার্থীদের প্রেজেন্টেশন ছিল অসাধারণ।
২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখেই কোচ নির্বাচন করা হবে। তাই, পরবর্তী কোচের নাম ঘোষণার আগে বেশ কিছুটা সময় চায় সচিন-সৌরভ-লক্ষ্মণের কমিটি। সৌরভ বলেছেন, সংশ্লিষ্ট সবার সহমতের ভিত্তিতেই নয়া কোচের নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে কোহলির সঙ্গে আলোচনা করেছিল সৌরভদের কমিটি। এ ব্যাপারে কোহলির মতামত প্রসঙ্গে জানতে চাওয়া হলে সৌরভ বলেছেন, ওটা একেবারেই ভিন্ন প্রসঙ্গ।
তিনি বলেছেন, কোচ বাছাই হওয়ার পর সিএসি-র কোনও ভূমিকা থাকবে না।
সৌরভের ইঙ্গিত, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই নয়া কোচ নির্বাচন হয়ে যাবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মুডি না সহবাগ? আপাতত সিদ্ধান্ত স্থগিত, কোচ কীভাবে কাজ করেন বুঝতে হবে কোহলিকে, বললেন সৌরভ
ABP Ananda, web desk
Updated at:
10 Jul 2017 07:41 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -