চেন্নাই:  কাজের ব্যাপারে দারুন সিরিয়াস ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে তাঁর সম্পর্ক দুর্দান্ত।
চেন্নাইয়ে চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছে। তবে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত। দলের এই ব্যাটিং বিপর্যয় সমর্থকদের তো বটেই কোচ শাস্ত্রীকেও হতাশ করে তুলেছিল।
একটা সময় ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে ধোনি ও হার্দিকের জুটিতে ভর করে শেষপর্যন্ত ৭ উইকেটে ২৮১ রান করেছিল ভারত।
প্রথমে যখন একের পর এক উইকেট পড়ছিল তখন ক্যামেরায় ধরা পড়ে ড্রেসিংরুমে বসে থাকা শাস্ত্রীর থমথমে মুখের ছবি। রাগী চোখে তাকিয়ে রয়েছেন তিনি।
সেই ছবি পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ট্যুইটারে গ্রাহকরা সেই ছবিটি নিয়ে মাতলেন ঠাট্টা তামাশায়।





লেম মঙ্ক নামে ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ভয়ঙ্কর হ্যাংওভার নিয়ে সোমবারের রিভিউ মিটিংয়ে।





দ্যাটরান্ডম গাই হ্যান্ডেলের ট্যুইট- সোমবারটা যেন আমার ভালো কাটে।





মাস্ক নামে হ্যান্ডেলে বলা হয়েছে, সোমবারের যদি কোনও মুখ থাকে।






সাগ্নিক মিশ্র নামে একজনের ট্যুইট-শনিবারের রাতে লোকজনের অবস্থা।





আমন নামে একজন লিখেছেন, ভালো না লাগলেও যখন শিক্ষকের কথা শুনতে হয়।






সিলি পয়েন্ট নামে  হ্যান্ডেলের ট্যুইট-সাত সকালে যখন বাবা-মা আস্থা চ্যানেল দেখতে বলেন।





নিশাচর নামে হ্যান্ডেলের ট্যুইট-যখন বিদেশ সফরের নামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিয়ে যাওয়া হয়।






ব্যাড কোম্পানি নামে হ্যান্ডেলের ট্যুইট-ঘুম থেকে উঠেও যখন চা মেলে না।