এই ক্রিকেটারকে ভারতীয় দলের গত এক দশকের সেরা ফিল্ডার বললেন ফিল্ডিং কোচ আর শ্রীধর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Oct 2019 04:40 PM (IST)
টেস্ট ক্রিকেটে ভারতের সাম্প্রতিক দাপটের পিছনে অন্যতম ভূমিকা রয়েছে বোলারদের। কিন্তু ফিল্ডিংয়েও যে প্রভূত উন্নতি হয়েছে, তা অনেক সময়নজর এড়িয়ে যায়।ভারতীয় দলের ফিল্ডাররা অনেক সময়ই তাঁদের তত্পরতা ও দক্ষতার মাধ্যমে ফারাক গড়ে দিতে পেরেছেন। ফিল্ডিং কোচ হিসেবে আর শ্রীধরের কার্যকালের মেয়াদ বাড়িয়েছে বিসিসিআই।
নয়াদিল্লি: টেস্ট ক্রিকেটে ভারতের সাম্প্রতিক দাপটের পিছনে অন্যতম ভূমিকা রয়েছে বোলারদের। কিন্তু ফিল্ডিংয়েও যে প্রভূত উন্নতি হয়েছে, তা অনেক সময় নজর এড়িয়ে যায়।ভারতীয় দলের ফিল্ডাররা অনেক সময়ই তাঁদের তত্পরতা ও দক্ষতার মাধ্যমে ফারাক গড়ে দিতে পেরেছেন। ফিল্ডিং কোচ হিসেবে আর শ্রীধরের কার্যকালের মেয়াদ বাড়িয়েছে বিসিসিআই। তাঁর অধীনে ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান অনেকটাই বেড়েছে। দলের ফিল্ডিং কোচ ভারতের ফিল্ডিংয়ের মানের প্রশংসা করেছেন।একইসঙ্গে জানিয়েছেন,সেরা ফিল্ডার কে। তিনি বলেছেন,ভারতীয় দলের সেরা ফিল্ডার রবীন্দ্র জাডেজা।কোচের মতে জাডেজা সম্ভবত গত এক দশকে সবচেয়ে সেরা ফিল্ডার। শ্রীধর বলেছেন, মাঠে জাড্ডুর উপস্থিতিই দলের মনোবল চাগিয়ে তোলে। ফিল্ডিংয়ের মতো প্রতিপক্ষকে চাপে ফেলতে ওর জুড়ি মেলা ভার। মাঠে ওর উপস্থিতিটাই ব্যাটসম্যানদের মনে ভয় ধরিয়ে দিতে পারে। শ্রীধর বলেছেন, খুব বেশি অতীতে যেতে চাই না। কিন্তু গত এক দশকে ভারতীয় দলের জাড্ডুই সেরা ফিল্ডার। ফিল্ডিংয়ে এই বদলের ক্ষেত্রে কোচ খেলোয়াড়দের মানসিকতা ও ফিটনেসের মান বৃদ্ধির মতো দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করেছেন।এই দুইয়ের হাত ধরেই ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান বেড়েছে। দলের ফিল্ডিংয়ের মান বাড়ার পরও বিশেষ করে বিদেশ সফরে স্লিপ কর্ডন নিয়ে চিন্তা এখনও রয়েছে। এক্ষেত্রে উন্নতি ঘটানোর দিকে নজর রয়েছে বলেও জানিয়েছেন শ্রীধর। তিনি বলেছেন, স্লিপ কর্ডনে ফিল্ডিং করতে সক্ষম প্লেয়ারদের একটা পুল তৈরি করা হচ্ছে।সংক্ষিপ্ত ফরম্যাটে, বিশেষ করে আগামী বছরের টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ল্যাটারাল মুভমেন্ট ও দূর থেকে বল থ্রো-য়ের মতো বিষয়গুলিতেনজর দেওয়া হচ্ছে।