তিরুঅনন্তপুরম: কাল থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (IND vs SA T20I Series)। তার আগে আজ মঙ্গলবারই (২৭ সেপ্টেম্বর) তিরুঅন্ততপুরমে পৌঁছে গেল ভারতীয় দল (Indian Cricket Team)। ম্যাচের আগে ভারতীয় দলকে সাদরে স্বাগত জানাল তিরুঅনন্তপুরমের জনগণও।
তিরুঅনন্তপুরমে টিম ইন্ডিয়া
রবিবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। সেই বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ দ্বিপাক্ষিক সিরিজ। তাই বড় টুর্নামেন্টের আগে দলের প্রস্তুতি ঝালিয়ে নিতে চাইবে টিম ইন্ডিয়া। সিরিজে হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমাররা না খেললেও, খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। রোহিত, বিরাটসহ গোটা ভারতীয় দলই আজ তিরুঅন্ততপুরমে পৌঁছে গিয়েছে। বিসিসিআইয়ের তরফে সেই ভিডিয়ো তাদের সোশ্যাল মিডিয়ায় আপলোডও করা হয়েছে।
ভিডিয়োয় ভারতীয় দলের টিমবাসকে কেন্দ্র করে সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দর থেকে ভারতীয় হোটের যাত্রাপথের দুই ধারে অসংখ্য জনগণ ভিড় জমান। তাঁদের হাতে দলের বিভিন্ন তারকার সমর্থনে না না রকম ব্যানারও দেখা যায়। কিছু কিছু ব্যানারে ঘরের ছেলে সঞ্জু স্যামসনের দলে সুযোগ না পাওয়া নিয়েও হতাশার কথাও জানানো হয়। তবে মোটের ওপর বলাই বাহুল্য ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ দুই ম্যাচ জেতার পর ভারতীয় দল প্রোটিয়াদেরও প্রথম টি-টোয়েন্টি হারিয়ে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কি না, এখন সেটাই দেখার।
হুডার বদলে শ্রেয়স
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন দীপক হুডা (Deepak Hooda)। পিঠের চোটের জন্য গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন বড়োদার এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য় ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন হুডা। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়ে কিছুটা চাপ বেড়ে গেল। তাঁর বদলে কোন ভারতীয় তারকা জাতীয় দলে সুযোগ পাচ্ছেন?
সূত্রের খবর অনুযায়ী, হুডার বদলে আসন্ন প্রোটিয়া সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও, শোনা যাচ্ছে শ্রেয়সই জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন। তাঁকে তিরুঅন্ততপুরমে ভারতীয় দলের টিম বাসেও লক্ষ্য করা গিয়েছে। শ্রেয়স বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলে সুযোগ না পেলেও, তিনি রিজার্ভে রয়েছেন। অপরদিকে, হুডা কিন্তু মূলদলে থাকলেও, তাঁর বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে জল্পনা বাড়ছে। শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া সিরিজের পর হুডা না কি সরসারি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যাচ্ছেন।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার সামনে নতুন চ্যালেঞ্জ, ভারতে এসে পড়লেন বাভুমারা