দেখুন: বিদায়ী টেস্টে কুককে গার্ড অফ অনার ভারতীয় দলের, আবেগবিহ্বল মুহূর্ত দ্য ওভালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Sep 2018 06:36 PM (IST)
লন্ডন: দ্য ওভালে কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নামলেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেস্টার কুক। আর এই বিদায় বেলায় আবেগবিহ্বল মুহূর্তের সাক্ষী হল স্টেডিয়াম। ব্যাট করতে নামার সময় ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে গার্ড অফ অনার দিল ভারতীয় দল। সহ ওপেনার কিটন জেনিংসের সঙ্গে মাঠে নামার সময় ইংল্যান্ডের সর্বকালের সবচেয়ে বেশি রানসংগ্রহকারী ব্যাটসম্যান কুককে অভিবাদন জানাল দর্শক গ্যালারিও। সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। বাউন্ডারি লাইন থেকে কয়েক মিটার দূরে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। তাঁরা করতালি নিয়ে কুকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সবার শেষে দাঁড়িয়েছিলেন কোহলি। কুক তাঁর সঙ্গে করমর্দন করে ক্রিজের দিকে এগিয়ে যান। খেলা শুরুর আগে কুকের হাতে শেষ ম্যাচের টেস্ট ক্যাপ তুলে দেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও ইংল্যান্ড ও ওয়েলেস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান অ্যান্ড্রু স্ট্রস। তাঁর নেতৃত্বেই কুক সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন। চলতি সিরিজটা একেবারেই ভালো যায়নি কুকের। চার ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ১০৯ রান। সাউদাম্পটনে ভারতকে ৬০ রানে হারিয়ে ইংল্যান্ড সিরিজ জিতে নেওয়ার পর কুক অবসরের ঘোষণা করেন। ১৬১ টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন কুক। দ্য ওভাল টেস্টের আগে ১৬১ টেস্টে তাঁর সংগ্রহ ৪৪.৮৮ গড়ে ১২,২৫৪ রান। ৩২ সেঞ্চুরি ও ৫৬ হাফসেঞ্চুরির মালিক তিনি। ২০১১-তে বার্মিংহামে ভারতের বিরুদ্ধে কেরিয়ারের সর্বোচ্চ ২৯৪ রান করেন তিনি।