নয়াদিল্লি: ভারতীয় দলের হেড কোচ হিসেবে রবি শাস্ত্রীর চুক্তির পুনর্নবীকরণ হয়েছে। সেইসঙ্গে বার্ষিক পারিশ্রমিকও এক লাফে অনেকটাই বেড়েছে বলে খবর সূত্রের। সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর অনুযায়ী, তাঁর বেতন প্রায় ২০ শতাংশ বেড়েছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে তাঁর বার্ষিক বেতনের পরিমাণ প্রায় সাড়ে নয় কোটি থেকে ১০ কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। এর আগে ৫৭ বছরের শাস্ত্রীর বেতনের পরিমাণ ছিল প্রায় ৮ কোটি টাকা।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাপোর্ট স্টাফদেরও বেতন বাড়ছে। বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের বেতন বেড়ে হতে পারে সাড়ে তিন কোটি টাকা। অন্যদিকে, নবনিযুক্ত ব্যাটিং কোচের বার্ষিক বেতনের পরিমাণ আড়াই থেকে তিন কোটি টাকার মতো।
বিসিসিআই-এর ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (সিএসি) ২০২১-র ২৪ নভেম্বর পর্যন্ত রবি শাস্ত্রীকে হেড কোচ হিসবে পুনরায় নিয়োগ করেছে। শাস্ত্রী বলেছিলেন যে, তাঁর মেয়াদ পর্বের শেষে বর্তমান কাঠামোর মসৃণ একটা রূপান্তর দেখতে চান। তিনি বলেছেন, এই দলের প্রতি আমার যে বিশ্বাস রয়েছে, সেজন্য আমি এখানে এসেছি। সেই বিশ্বাস হল যে, এই দলের যে ঐতিহ্য রয়েছে, তা খুব কম দলের আছে। আর তা করার চেষ্টা ও অনুকরণ করবে। এটাই আকাঙ্খা। আমরা সেই পথেই রয়েছি। উন্নতির সুযোগ সবসময়ই রয়েছে এবং তরুণরা দলে এসেছে, তাই অদূর ভবিষ্যতে দুর্দান্ত সময় আসার ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি। পরবর্তী দুই বছরে মসৃণ রূপান্তর ঘটবে। সংক্ষিপ্ত ফরম্যাটে ও টেস্টে আরও অনেক তরুণ উঠে আসবে। আমার মেয়াদ শেষ হওয়ার আগে আরও তিন-চারজন বোলারকে চিহ্নিত করতে হবে। দারুণ একটা অবস্থায় দলকে রেখে মেয়াদ শেষ করাটাই আমার লক্ষ্য।
নতুন চুক্তিতে ভারতীয় দলের হেড কোচ শাস্ত্রীর বেতন বাড়ছে অনেকটাই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Sep 2019 08:44 PM (IST)
ভারতীয় দলের হেড কোচ হিসেবে রবি শাস্ত্রীর চুক্তির পুনর্নবীকরণ হয়েছে। সেইসঙ্গে বার্ষিক পারিশ্রমিকও এক লাফে অনেকটাই বেড়েছে বলে খবর সূত্রের। সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর অনুযায়ী, তাঁর বেতন প্রায় ২০ শতাংশ বেড়েছে বলে মনে করা হচ্ছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -