ভারত এখন সব বিভাগেই শক্তিশালী, বলছেন আমির সোহেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jun 2019 05:04 PM (IST)
১৯৯৬ বিশ্বকাপের ম্যাচে বেঙ্গালুরুতে প্রাক্তন পাক অধিনায়ক তথা ব্যাটসম্যান আমির সোহেলের সঙ্গে ভারতের বেঙ্কটেশ প্রসাদের সেই বাকযুদ্ধ এখনও সকলের স্মৃতিতে তরতাজা।
ম্যাঞ্চেস্টার: ভারত বনাম পাকিস্তান ম্যাচ যখনই হোক, আমির সোহেলের প্রসঙ্গ উঠে আসাটাই স্বাভাবিক। ১৯৯৬ বিশ্বকাপের ম্যাচে বেঙ্গালুরুতে প্রাক্তন পাক অধিনায়ক তথা ব্যাটসম্যান আমির সোহেলের সঙ্গে ভারতের বেঙ্কটেশ প্রসাদের সেই বাকযুদ্ধ এখনও সকলের স্মৃতিতে তরতাজা। ওই ম্যাচে ভারত জিতেছিল। বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের তা ছিল দ্বিতীয় জয়। আইসিসি-র এই মেগা টুর্নামেন্টে ভারতের সেই জয়ের ধারা এখনও অব্যাহত রয়েছে। আগামী রবিবার ওল্ড ট্রাফোর্ডের মাঠে নামার সময় সে কথা পাক ক্রিকেটারদের মনে ঘোরাফেরা করবে। কিন্তু আমির সোহেল মনে করেন, পুরানো ম্যাচের স্মৃতিতে খুব একটা চাপ থাকে না। এক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ, তা হল বর্তমান ফর্ম ও দলের কম্বিনেশন। কোন দল ফর্মে রয়েছে এবং কোন দলে বিপজ্জনক খেলোয়াড় রয়েছে, এ সব বিষয় নিয়ে চাপ তৈরি হয়। পুরানো রেকর্ডের একটাই গুরুত্ব যে, তা দেখে কোনও দল ঠিক করতে পারে যে, কোন ভুলের পুনরাবৃত্তি আর করা উচিত নয়। কিন্তু আসল ব্যাপার, ম্যাচের দিনের পারফরম্যান্স। ম্যাচের দিন যে দল ভালোভাবে চাপটা সামলাতে পারবে, তারাই জিতবে। গত কয়েক বছরে ভারতীয় দল আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে কিনা, এই প্রশ্নের জবাবে সোহেল বলেছেন, এতে কোনও সংশয়ই নেই। বিগত কয়েক বছরে ভারতীয় দল দুর্দান্ত খেলছে। বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। টিম ইন্ডিয়ার কম্বিনেশনও খুব ভালো। স্পিন বোলিং থেকে জোরে বোলিং-প্রত্যেক বিভাগেই উন্নতি হয়েছে। ব্যাটিংয়ে ওপেনিং জুটি এবং মিডল অর্ডারও শক্তিশালী। ওদের প্রস্তুতিও খুব ভালো হয়েছে। এজন্যই এবারের বিশ্বকাপে ভারতকে ফেভারিট মনে করা হচ্ছে। সেমিফাইনালে ওঠার রাস্তা তো মোটামুটি পরিষ্কার। সবাইকে চমকে দিয়ে ২০১৭-র চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতকে হারিয়ে জিতেছিল পাকিস্তান। এবারের বিশ্বকাপেও তারা একদিনের ক্রিকেটের ক্রমতালিকায় এক নম্বর দল ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। পাক দলের সম্ভাবনা সম্পর্কে সোহেল বলেছেন, সরফরাজ আহমেদের দলে সম্পদের অভাব নেই। কিন্তু ওই প্লেয়ারদের প্রস্তুতি যেভাবে হওয়ার উচিত ছিল, সেভাবে হয়নি। আমার পরামর্শ হল, বর্তমানে দলকে জয়ের ফর্মুলা নিয়ে কাজ করতে হবে। ঠিক করতে হবে যে, আগামী ম্যাচগুলির রণকৌশল। ব্যাটসম্যানরা কীভাবে ব্যাটিং করবে, বোলারদের কীভাবে রোটেট করা হবে, এসব ঠিক করতে হবে। সোহেল আরও বলেছেন, পাক হল গত কিছু দিন থেকে বলে আসছে যে, আমাদের কোনও ফিনিসার নেই। এমন ব্যাটসম্যান নেই যে চার-ছক্কা মারতে পারে। কিন্তু আমি বুঝতে পারি না যে, পাওয়ার প্লে থাকার পর ব্যাটসম্যানদের ঝুঁকি নেওয়ার দরকারটা কী!প্রতি ওভারে ৬-৭ রানের টার্গেট নিয়ে খেললেই তিনশ রানের আশেপাশে পৌঁছে যাওয়া যায়। কাজেই বিস্ফোরক ব্যাটসম্যান নিয়ে এত হা-হুতাশের কী রয়েছে!আমি মনে করি, দলে যে রিসোর্স রয়েছে, তা-ই যদি ভালোভাবে ব্যবহার করা যায়, তাহলে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে।