বেঙ্গালুরু: সময়টা ২০০৮ সাল৷ অনিল কুম্বলে তখন ভারতীয় দলের অধিনায়ক৷ টিম ইন্ডিয়ার কোচ তখন গ্যারি কার্স্টেন৷ তারপর? কেটে গিয়েছে আরও ৮ টা বছর৷ টিম ইন্ডিয়ার টিম প্র্যাক্টিসে ফিরল গ্যারি কার্স্টেন মডেল, অনিল কুম্বলের হাত ধরে৷

বেঙ্গালুরুর অনুশীলনে ক্রিকেটারদের সঙ্গে ব্যস্ত স্বয়ং হেডস্যারও৷ সকাল থেকেই চলল থ্রো-ডাউন প্র্যাক্টিস৷ নেটে ব্যাটসম্যানদের বল করলেন স্বয়ং হেডস্যার৷ নেটে ডেলিভারির জন্য ডেকে নেওয়া হয়েছিল কর্ণাটকের বোলার এস অরবিন্দ, বিনয় কুমার, অভিমন্যু মিঠুনকেও৷

কার্স্টেন জমানার পর ফ্লেচার-শাস্ত্রীদের সময়ে যে ছবিগুলো ভারতীয় নেট সেশন থেকে হারিয়ে গিয়েছিল, বেঙ্গালুরুতে যেন সেগুলোই ফিরল, কুম্বলের হাত ধরে৷


সাম্প্রতিক অ্যাওয়ে সিরিজগুলিতে স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরমেন্স ভাল নয়৷ ভুগিয়েছে ফুটওয়ার্কও৷ সেই ভুল শুধরোতেই নেটে উইকেটকিপিংয়েরও ব্যবস্থা করেন কুম্বলে৷

পাশাপাশি, অভিনব প্র্যাক্টিস শিখর ধবনেরও৷ নেটে এদিন ফাস্ট বোলারদের বিরুদ্ধে চলে তাঁর অনুশীলন৷ কিন্তু, ব্যাট ছাড়া ব্যাটিং! প্র্যাক্টিস করলেন টেনিস বলে৷ শ্যাডো করলেন৷ ব্যাটিংয়ে যাতে কব্জি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাই এই দাওয়াই হেডস্যারের৷

কুম্বলের থেকে অনেক কিছু শেখার আছে, বললেন ওপেনার মুরলী বিজয়৷ নিজের পরিচয় দিলেন কুম্বলে-ভক্ত হিসেবে৷

পুরোদস্তুর প্রস্তুতি৷ ফোকাসে এখন ওয়েস্ট ইন্ডিজ সফর৷ নয়া হেডস্যারের হাতে টিম ইন্ডিয়ার কী বিবর্তন ঘটে, তা জানতেই উদগ্রীব ক্রিকেট-বিশ্ব৷