Australia vs India: অস্ট্রেলিয়া সফরে রোহিত-বিরাটের না থাকা ভারতীয় দলে প্রভাব ফেলবে, মন্তব্য স্মিথের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Nov 2020 12:21 AM (IST)
India in Australia 2020: হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে রোহিতের। অন্যদিকে, অ্যাডিলেডে প্রথম দিন-রাতের টেস্টের পরেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন বিরাট।
ফাইল ছবি
অ্যাডিলেড: অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ভারতীয় দল যদি অধিনায়ক বিরাট কোহলি ও দলের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মাকে না পায়, তাহলে বড় ফাঁক তৈরি হবে। এমনই মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে রোহিতের। তিনি সীমিত ওভারের সিরিজে খেলতে পারবেন না। টেস্ট সিরিজেও ভারতীয় দল তাঁকে পাবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে, অ্যাডিলেডে প্রথম দিন-রাতের টেস্টের পরেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন বিরাট। এই দুই ক্রিকেটার না খেললে সমস্যায় পড়তে পারে ভারতীয় দল। এ প্রসঙ্গে স্মিথের বক্তব্য, ‘সীমিত ওভারের ক্রিকেটে রোহিত দুর্দান্ত খেলোয়াড়। টপ অর্ডারে বছরের পর বছর ধরে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ও সেটা প্রমাণ করে দিয়েছে। তাই ও না থাকলে ব্যাটিং অর্ডারে ফাঁক তৈরি হবেই। তবে আমার মনে হয়, ভারতীয় দলে আরও অনেক ভাল ব্যাটসম্যান উঠে আসছে। আইপিএল-এ ময়ঙ্ক অগ্রবাল, কে এল রাহুলদের পারফরম্যান্সেই সেটা দেখা গিয়েছে।’ বিরাটের না থাকা সম্পর্কে স্মিথ বলেছেন, ‘রোহিতের মতোই টেস্টে বিরাটের না থাকার প্রভাব পড়বে। বিরাট অসাধারণ ব্যাটসম্যান। সব ফর্ম্যাটেই দীর্ঘদিন ধরে ও ভাল পারফরম্যান্স দেখিয়ে আসছে। তবে ভারতীয় দলে আরও কয়েকজন ভাল ব্যাটসম্যান আছে, যারা বিরাটের অভাব পূরণ করে দিতে পারে।’ শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের একদিনের সিরিজ। এরপর দু’দল তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে। এরই ফাঁকে দু’টি অনুশীলন ম্যাচও খেলবে ভারতীয় দল। টেস্ট সিরিজ শুরু ১৭ ডিসেম্বর থেকে। চারটি টেস্ট খেলবে দু’দল।