লন্ডন: প্রয়াত হলেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার টেড ডেস্কটার। ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। উলভারহাম্পটনে মৃত্যু হয় প্রাক্তন এই ক্রিকেটারের। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। দেশের জার্সিতে ৬২টি টেস্ট ম্যাচে খেলেছেন ডেস্কটার।
১৯৩৫ সালের ১৫ মে ইতালির মিলানে জন্ম হয় ডেস্কটারের। বিশ্বমানের ফাস্ট বোলিংকে সামলে দিতেন তিনি। মিডল অর্ডার ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি তিনি একজন মিডিয়াম পেস বোলারও ছিলেন ডেস্কটার। ১৯৫৮ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত নিজের ক্রিকেট কেরিয়ারে ডেস্কটার মোট ৬২টি টেস্ট খেলেছেন। উইকেট নিয়েছেন ৬৬টি। মোট রান ৪৫০২। গড় ৪৭.৮৯। কেরিয়ারে মোট ৯ টা সেঞ্চুরি করেছেন ডেস্কটার। গত জুন মাসে আইসিসি হল অফ ফেমে তাঁর নাম ওঠে। প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন তিনি ১৯৫৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ হাজারের বেশি রান করেছেন। এছাড়াও ঝুলিতে রয়েছে ৪১৯ উইকেট।
ক্রিকেট ছাড়ার পর ক্রিকেট প্রশাসক হিসেবেও কাজ করেছেন। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সভাপতি হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। সেই ক্লাবের তরফ থেকে ডেস্কটারের মৃত্যুর পর তাঁর স্মৃতিতে জানানো হয়েছে, 'টেড একজন দারুণ স্বামী, বাবা এবং দাদু ছিলেন। সেইসঙ্গে ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন। উনি খেলার পাশাপাশি স্মৃতি তৈরি করতেন। মাঠের বাইরেও ডেস্কটার নিজের ছাপ রেখেছেন।' আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ্রে অ্যালার্ডাইস ডেস্কটারের স্মৃতিতে এক বিবৃতি দিয়ে জানান, 'টেড ডেস্কটার নিজের সময়ে অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন। ফাস্ট বোলিংকে দারুণভাবে সামলাতে পারতেন। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওঁনার ব্যাটিং সকলের মনে থাকবে। তিনি খেলার ছাড়াও পরেও খেলার প্রতি অনেক কাজ করে গেছেন। তাঁর জন্যই প্লেয়ার ব়্যাঙ্কিং এত ভালভাবে আমরা করতে পারি।'