আবু ধাবি: দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৩৭৩ রানে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান। এই বিশাল জয়ে বড় অবদান থাকল মিডিয়াম পেসার মহম্মদ আব্বাসের। তিনি দুই ইনিংসেই পাঁচ উইকেট করে নিলেন। এই প্রথম টেস্ট ম্যাচে ১০ উইকেট পেলেন আব্বাস। তাঁর দাপটে ৫৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া।
এই ম্যাচে প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ওপেনার ফকর জামান ও অধিনায়ক সরফরাজ আহমেদ ৯৪ রান করেন। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৪৫ রান করে অস্ট্রেলিয়া। আব্বাস ৩৩ রান দিয়ে ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৪০০ রান তুলে ডিক্লেয়ার করে দেয় পাকিস্তান। বাবর আজম ৯৯, সরফরাজ ৮১, ফকর ৬৬ ও আজহার আলি ৬৪ রান করেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৬২ রান দিয়ে ৫ উইকেট নিলেন আব্বাস। চোট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি উসমান খোয়াজা।
ম্যাচে ১০ উইকেট মহম্মদ আব্বাসের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৩৭৩ রানে হারিয়ে সিরিজ জয় পাকিস্তানের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Oct 2018 06:26 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -