লন্ডন: বিষেণ সিংহ বেদি (২০০৯), কপিল দেব (২০০৯), সুনীল গাওস্কর (২০০৯), অনিল কুম্বলে (২০১৫) ও রাহুল দ্রাবিড়ের (২০১৮) পর এবার ষষ্ঠ ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সম্মানিত হল অব ফেম-এ ঢুকে পড়লেন সচিন রমেশ তেন্ডুলকর। লন্ডনে সচিনকে এই সম্মানে সম্মানিত করল আইসিসি। সচিনের সঙ্গেই এই বিরল সম্মান পেলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী অ্যালান ডোনাল্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেটের (মহিলা) নবরূপকার ক্যাথরিন ফিজপ্যাটরিক।

টেস্টে ১৫ হাজার ৯২১ রান। ওয়ান ডে ক্রিকেটে রান ১৮ হাজার ৪২৬। টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে একশো শতরান, বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি এই মাইলস্টোন গড়তে পেড়েছেন। বিশ্বের সর্বোচ্চ রানের মালিকও তিনি। ২০১৩ সালে ওয়াংখেড়েতে শেষ ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পাঁচ বছর পর সচিনকে ক্রিকেটের বিরলতম সম্মানে সম্মানিত করল আইসিসি। স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে সচিন বলছেন, “আইসিসি ক্রিকেট হল অব ফেম-এ অভিষিক্ত হওয়া বিরাট সম্মানের। এখানে যারা রয়েছেন, তাঁরা প্রত্যেকেই ক্রিকেটের উন্নতির জন্য কিছু না কিছু করেছেন, আমারও কিছুটা ভূমিকা রয়েছে। এই উপলক্ষ্যে আমি আমার অভিভাবক, দাদা অজিত, স্ত্রী অঞ্জলি, কোচ রমাকান্ত আচরেকর স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে আমি আমার সকল অধিনায়কদের প্রতিও কৃতজ্ঞ। বিসিসিআই ও এমসিএ-কেও ধন্যবাদ জানাচ্ছি। বোর্ড পাশে ছিল বলেই আমি এতদিন পর্যন্ত ক্রিকেটকে উপভোগ করতে পেরেছি।”

প্রসঙ্গত, আইসিসি ক্রিকেট হল অব ফেম-এ ঢুকে পড়েছেন প্রোটিয়া পেস ব্যাটারি ডোনাল্ডও। ৩৩০টি টেস্ট উইকেট সঙ্গে ২৭২টি ওয়ান ডে উইকেট, ১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাকের পর থেকে দলে ডোলাল্ডের অবদান ছিল অনস্বীকার্য। এরপর অবশ্যই বলতে হবে অজি তারকা ক্যাথরিনের কথাও। দেড় দশকেরও বেশি সময় ক্যাথরিন মহিলা অজি ক্রিকেট দলের পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। এরপর তাঁর কোচিংয়েই অজি মহিলা ক্রিকেট দল তিন তিনবার বিশ্বচ্যাম্পিয়নও হয়। উল্লেখ্য, তিনি নিজেও ২ বার বিশ্বকাপ জয়ী অজি দলের সদস্য ছিলেন। তাঁর ঝুলিতে রয়েছে ২৪০টি আন্তর্জাতিক উইকেট। তার মধ্যে ১৩টি টেস্টেই রয়েছে ৬০ উইকেট।