টেস্ট ক্রিকেটে স্টিভ স্মিথের দুরন্ত প্রত্যাবর্তন দেখে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর। তিনি স্মিথের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন। মাস্টার ব্লাস্টার টুইট করেছেন, 'খুব ভাল খেলেছ স্মিথ। টেস্ট ক্রিকেটে কী দুরন্ত প্রত্যাবর্তন।'
বল হাতে সফল নাথান লায়নকেও অভিনন্দন জানিয়েছেন সচিন। টুইটারে লিখেছেন, 'নাথান লায়নের দুরন্ত বোলিং। প্রথম টেস্ট ম্যাচ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন।'
কুখ্যাত বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত হওয়ার পর এই ম্যাচের মধ্য দিয়েই টেস্টেই প্রত্যাবর্তন ঘটালেন স্মিথ। প্রথম ইনিংসে ১৪৪ রান করেছিলেন স্মিথ। দ্বিতীয় ইনিংসে করেন ১৪২ রান। অ্যাশেজের দুই ইনিংসে সেঞ্চুরি করা পঞ্চম অস্ট্রেলীয় ব্যাটসম্যান তিনি।