নয়াদিল্লি: মেলবোর্ন তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ২-১ এগিয়ে যাওয়ার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছে ভারতীয় দল। প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেটপ্রেমী সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন বিরাট কোহলির দলকে অভিনন্দন জানাচ্ছেন। সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সহবাগ, হরভজন সিংহ ছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনও ট্যুইট করে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।



সচিন ট্যুইটে লিখেছেন, ‘ভারতীয় দল অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে। এই জয়ে বিশেষ ভূমিকা পালন করেছে জসপ্রীত বুমরাহ। ক্রিকেটের সব ফর্ম্যাটে ও ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। ও এখন বিশ্বের অন্যতম সেরা।’



লক্ষ্মণ লিখেছেন, ‘৩৭ বছর ১০ মাস আগে ভারতীয় দল শেষবার এমসিজি-তে টেস্ট ম্যাচ জিতেছিল। সেই সময় দু’দলের কোনও ক্রিকেটারেরই জন্ম হয়নি। দীর্ঘদিন এই জয় স্মরণে থাকবে। ভারতীয় দল দারুণভাবে বছর শেষ করল। এই জয়ে অবদানের জন্য সব খেলোয়াড়ই গর্ব অনুভব করতে পারে।’



সহবাগ লিখেছেন, ‘দুর্দান্ত দলগত পারফরম্যান্স দেখিয়ে এমসিজি-তে স্মরণীয় জয় পেল ভারতীয় দল। এবার সিডনিতে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে আমাদের সামনে। দলের প্রত্যেককে অভিনন্দন। আমাদের ঘরোয়া ক্রিকেটকেও কৃতিত্ব দিতে হবে। কারণ, ক্রিকেটাররা সেখানে দক্ষতায় শান দিতে পারে।’



হরভজনের ট্যুইট, ‘জসপ্রীত বুমরাহ, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির জন্য গর্বিত। ২-১ এগিয়ে যাওয়ার জন্য ভারতীয় দলকে অভিনন্দন। এবার সিরিজ ৩-১ করতে হবে।’