সচিন ট্যুইটে লিখেছেন, ‘ভারতীয় দল অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে। এই জয়ে বিশেষ ভূমিকা পালন করেছে জসপ্রীত বুমরাহ। ক্রিকেটের সব ফর্ম্যাটে ও ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। ও এখন বিশ্বের অন্যতম সেরা।’
লক্ষ্মণ লিখেছেন, ‘৩৭ বছর ১০ মাস আগে ভারতীয় দল শেষবার এমসিজি-তে টেস্ট ম্যাচ জিতেছিল। সেই সময় দু’দলের কোনও ক্রিকেটারেরই জন্ম হয়নি। দীর্ঘদিন এই জয় স্মরণে থাকবে। ভারতীয় দল দারুণভাবে বছর শেষ করল। এই জয়ে অবদানের জন্য সব খেলোয়াড়ই গর্ব অনুভব করতে পারে।’
সহবাগ লিখেছেন, ‘দুর্দান্ত দলগত পারফরম্যান্স দেখিয়ে এমসিজি-তে স্মরণীয় জয় পেল ভারতীয় দল। এবার সিডনিতে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে আমাদের সামনে। দলের প্রত্যেককে অভিনন্দন। আমাদের ঘরোয়া ক্রিকেটকেও কৃতিত্ব দিতে হবে। কারণ, ক্রিকেটাররা সেখানে দক্ষতায় শান দিতে পারে।’
হরভজনের ট্যুইট, ‘জসপ্রীত বুমরাহ, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির জন্য গর্বিত। ২-১ এগিয়ে যাওয়ার জন্য ভারতীয় দলকে অভিনন্দন। এবার সিরিজ ৩-১ করতে হবে।’