রিও ডি জেনেইরো: আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি টমাস বাখের সঙ্গে দেখা করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তাঁরা একসঙ্গে বসে রাগবি সেভেনস ম্যাচও দেখেন।

 

এবারের অলিম্পিকে ভারতীয় দলের শুভেচ্ছাদূত সচিন। সেই কারণেই তিনি রিও গিয়েছেন। গেমস ভিলেজে গিয়ে ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে দেখা করে তাঁদের উৎসাহিত করেছেন সচিন। এরপর তিনি আইওসি সভাপতির সঙ্গে দেখা করেন। লিয়েন্ডার পেজের সঙ্গে গ্যালারিতে বসে টেনিসে মহিলাদের ডাবলসে সানিয়া মির্জা-প্রার্থনা থোম্বারের ম্যাচও দেখেন সচিন।

 

আইওসি সভাপতির সঙ্গে দেখা করে তাঁর ভাল লেগেছে বলে ট্যুইটারে লিখেছেন সচিন।