নয়াদিল্লি: চলতি রিও অলিম্পিকে হতাশাজনক পারফরম্যান্সের জন্য দেশজুড়ে সমালোচনা চললেও, ভারতীয় অ্যাথলিটদের পাশে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর। রিও অলিম্পিকে ভারতের শুভেচ্ছাদূত সচিন বলেছেন, এই সময় আরও বেশি করে অ্যাথলিটদের সমর্থন করা উচিত। শুরুটা ভাল না হলেও, পরবর্তী সময়ে রিওতে ভারতের পারফরম্যান্স ভাল হবে বলেও আশাবাদী সচিন।
কয়েকদিন আগেই রিও গিয়েছিলেন সচিন। গেমস ভিলেজে গিয়ে ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে দেখা করে তাঁদের উৎসাহিত করেছিলেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় অ্যাথলিটরা একটিও পদক জিততে পারেননি। সেই কারণেই তাঁদের সমালোচনা চলছে। তবে সচিন সমালোচকদের দলে নাম লেখাতে নারাজ। তাঁর বক্তব্য, প্রথমার্ধে আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। কিন্তু আমি নিশ্চিত, আমাদের সমর্থনের মাধ্যমে পরিস্থিতির বদল হবে। খারাপ সময়ে আমরা নিশ্চয়ই অ্যাথলিটদের পাশে থাকব।
নিজে ২৫ বছর ভারতের হয়ে খেলেছেন। তাই রিওতে ব্যর্থ হওয়া ভারতীয় অ্যাথলিটদের হতাশা বুঝতে পারছেন সচিন। তিনি বলেছেন, অলিম্পিক সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার জন্য অ্যাথলিটরা বছরের পর বছর ধরে প্রস্তুতি নেয়। তারপর অল্পের জন্য হেরে গেলে হতাশা আসবেই। তবে খেলায় হার-জিত থাকেই। সবসময় পরিকল্পনা সফল হয় না। দেশকে পদক এনে দেওয়ার জন্য লড়াইটাই আসল। ভারতীয় অ্যাথলিটরা চেষ্টা করেছেন। সেটাই সবচেয়ে বড় কথা।
রিওতে ভারতের পারফরম্যান্সের উন্নতি হবে, আশাবাদী সচিন
Web Desk, ABP Ananda
Updated at:
10 Aug 2016 03:41 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -