বাকনর এবার সটান নো বল ডেকে দিলেন সচিনের বিরুদ্ধে! পাল্টা দিয়েছেন মাস্টার ব্লাস্টারও। প্রশ্ন তুলেছেন, আম্পায়ারের সিদ্ধান্ত কি সবসময় ঠিক?
ঘটনাটি কয়েকদিন আগের। তেন্ডুলকর-মিডলসেক্স গ্লোবাল ক্রিকেট অ্যাকাডেমির শিবির চলছিল মুম্বইয়ে। খুদে ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়ার ফাঁকে নিজেই ক্রিকেট খেলায় মেতে উঠেছিলেন সচিন। নেটে তখন ব্যাট হাতে বাল্যবন্ধু বিনোদ কাম্বলি। শিবাজি পার্কে রমাকান্ত আচরেকর স্যারের কাছে যাঁর সঙ্গে ক্রিকেটশিক্ষায় হাতেখড়ি হয়েছিল ছোট্ট সচিনের। প্রাক্তন সতীর্থকে স্টান্স নিতে দেখে বল হাতে তুলে নেন সচিন। কাম্বলিকে বেশ কয়েকটি বল করেন। সেই ঘটনার ভিডিও পরে টুইট করেন সচিন। লেখেন, কাম্বলির সঙ্গে ফের নেটে ফিরতে পেরে দারুণ লাগছে। শিবাজি পার্কে ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল।
ভিডিওটিতে দেখা যায়, কাম্বলিকে বল করার সময় ওভারস্টেপ করছেন বোলার সচিন। যা দেখে মজা করতে ছাড়েনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। তারা টুইট করে, সচিন, তোমার ফ্রন্টফুটটা লক্ষ্য কর। সেই টুইটের সঙ্গে প্রাক্তন আম্পায়ার স্টিভ বাকনরের একটি ছবিও পোস্ট করা হয় আইসিসি-র তরফে। সেই বাকনর, ক্রিকেট কেরিয়ারে যাঁর সঙ্গে অম্লমধুর সম্পর্ক ছিল সচিনের। বারবার সচিনকে বিতর্কিতভাবে আউট দেওয়ার অভিযোগ উঠেছে বাকনরের বিরুদ্ধে।
পাল্টা রসিকতা করতে ছাড়েননি সচিনও। মজার সুরে টুইট করে জবাব দেন, এবার অন্তত আমি ব্যাটিং নয়, বোলিং করছি। আম্পায়ারের সিদ্ধান্ত কি সব সময়ই ঠিক হয়?
টেস্ট এবং ওয়ান ডে-তে সর্বোচ্চ রানের মালিকের সঙ্গে আইসিসি-র মজার বাগযুদ্ধ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।