লন্ডন: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের বাঁ হাঁটুতে অস্ত্রোপচার হল। লন্ডনের একটি হাসপাতালে এই অস্ত্রোপচার হয়েছে। সচিন ফেসবুকে তাঁর পায়ের ছবি দিয়ে লিখেছেন, দ্রুত সেরে ওঠার আশা করছেন।

 

খেলার সময় বহুবার চোট পেয়েছেন। অস্ত্রোপচারও হয়েছে। অবসরের পরেও ফের ছুরি-কাঁচির মোকাবিলা করতে হল সচিনকে। ফেসবুকে এই ছবি দেখে হাজার হাজার ভক্ত তাঁকে সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত সেরে ওঠার শুভেচ্ছা জানিয়েছেন।