রিও দি জেনেইরো: পদক থেকে আর মাত্র এক ম্যাচ দূরে সানিয়া মির্জা – রোহন বোপান্না জুটি। স্বপ্নের ফর্মে রয়েছেন সানিয়া-বোপান্নারা। আর একটি ম্যাচ জিতলেই ২০ বছর পর টেনিসে পদক পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে ভারতের সামনে। মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনাল ম্যাচে গ্রেট ব্রিটেনের জুটি মারে-ওয়াটসনকে এক কথায় উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতের এই জুটি, ফল ৬-৪, ৬-৪।

১৯৯৬ সালে টেনিসে পুরুষ সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন লিয়েন্ডার পেজ। দেশবাসীর আশা অবশেষে সেই খরা কাটিয়ে পদক নিয়েই অলিম্পিকসের ময়দান থেকে ফিরবেন সানিয়া-বোপান্না জুটি। প্রসঙ্গত, সানিয়া-বোপান্না জুটি যদি সেমিফাইনালে জিতে যায়, তাহলে তাঁরা অবশ্যই রুপো জিতবে। সেমিতে হারলেও ব্রোঞ্জ জেতার সম্ভাবনা রয়েছে ভারতের মিক্সড ডাবলস এই জুটির।



এদিকে একই দিনে বক্সার বিকাশ কৃষ্ণণাও পৌঁছে গেলেন বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে। আবার অপরদিকে হতাশার মেঘ শুটিং, তিরন্দাজি, শাটলার এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্ষেত্রে। ভারতীয় ক্রীড়াবিদরা চূড়ান্ত ভাবে অসফল এই সব ক্ষেত্রে।