ধর্মশালা: ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে টেস্ট সিরিজে জয়ের পরই তরুণ ক্রিকেটারদের জন্য বার্তা দিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ৪-১ ব্যবধানে স্টোকস বাহিনীর বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। বিরাট, কে এল রাহুল, মহম্মদ শামির মত তারকা ক্রিকেটাররা না থাকলেও সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। পাঁচ তরুণ ক্রিকেটার গত সিরিজে টেস্টে অভিষেক করেছেন। আর প্রত্যেকেই নিজের ছাপ রেখেছেন। আবার শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণকে নিয়ে বিতর্কেও বেড়েছে। ঘরোয়া ক্রিকেট না খেলে আইপিএলকে গুরুত্ব দেওয়ার জন্য বোর্ডের চুক্তি থেকেও বাদ দেওয়া হয়েছে তাঁদের। এবার তরুণ ক্রিকেটারদের জন্য ভারতীয় ক্রিকেট দলের কোচ বলছেন, ''টেস্ট ক্রিকেটে সত্যিই খুব কঠিন। এই ফর্ম্য়াট তোমার স্কিলের পরীক্ষা নেয়। তোমার মানসিকতার পরীক্ষা নেয়। এই ধরণের টেস্ট সিরিজ জয়ের স্বাদও আলাদা।''


বিসিসিআই টিভিতে দেওয়া সাক্ষাৎকারে রোহিতদের হেডস্যার বলছেন, ''সিরিজে আমরা পিছিয়ে ছিলাম। সেখান থেকে দুরন্ত জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। এর থেকে অসাধারণ অনুভূতি আর কিছু হতে পারে না। তরুণ অনেক ক্রিকেটার রয়েছে যারা এই সিরিজে খেলতে নেমেছিল। তারা প্রত্য়েকে পারফর্ম করেছে। প্রত্য়েকের প্রত্যেকের সাফল্যে খুশি হওয়া উচিত। একসঙ্গে দলটাকে টেনে নিয়ে যেতে হবে। এমন অনেক মুহূর্ত তৈরি হয়েছিল যেখানে খেলা কিন্তু অন্যদিকে ঘুরে যেতে পারত। তবে আমাদের ড্রেসিংরুমে এমন অনেক প্লেয়ার আছে, যারা বারবার উঠে দাঁড়িয়েছে ও মাঠে নেমে অসাধারণ পারফর্ম করে একক দক্ষতায় ম্য়াচের রং বদলে দিতে সাহায্য করেছে।''


উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেই সাদা পোশাকে জাতীয় দলে অভিষেক হয়েছিল সরফরাজ খান, ধ্রুব জুড়েল, আকাশ দীপ, দেবদত্ত পড়িক্ক ও রজত পাতিদারের। এদের মধ্যে রজত ছাড়া বাকি প্রত্যেক প্লেয়ারই সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছে। সরফরাজ খান তাঁর প্রথম টেস্ট সিরিজে তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন। রাঁচিতে ভারত যখন ব্যাকফুটে ছিল, সেখানে ধ্রুব জুড়েল ব্যাট হাতে ৯০ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। উইকেটের পেছনেও তাঁর দক্ষতা প্রশংসা কুড়িয়েছে সবার। এছাড়াও বল হাতে আকাশ দীপ সুযোগ পেয়েছিলেন রাঁচ টেস্টে। প্রথম ইনিংসে প্রথম স্পেলেই তিন উইকেট তুলে নেন তিনি। দ্বিতীয় ইনিংসে সেভাবে ওভার হাতে পাননি যদিও বাংলার পেসার। শেষ টেস্টের জন্য দেবদত্ত পড়িক্কল সুযোগ পেয়েছিলেন। আর ধর্মশালা টেস্টে প্রথম ইনিংসে দেবদত্তর ব্যাট থেকেও আসে অর্ধশতরান। রাঁচি টেস্ট জিতেই সিরিজ পকেটে পুরে নিয়েছিল ভারত। ধর্মশালা টেস্টে জিতে সিরিজে ৪-১ ব্যবধানে ঝুলিতে পুরে নেয় টিম ইন্ডিয়া।