ধর্মশালা: সুপ্রিম কোর্টের নির্দেশে বিসিসিআই সভাপতির পদ থেকে অপসারিত হওয়ার পর এবার হিমাচল প্রদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচনে হলেন অনুরাগ ঠাকুর। তিনি সর্বসম্মতভাবে এই পদে নির্বাচিত হয়েছেন। চার বছর হিমাচল অলিম্পিক সংস্থার প্রধানের পদে থাকবেন অনুরাগ।
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষে এই নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন নির্বাণ মুখোপাধ্যায়। অন্যান্য পর্যবেক্ষকদের মধ্যে ছিলেন হকি কোচ এনপি গুলেরিয়া এবং হিমাচল প্রদেশ সরকারের ক্রীড়া পর্ষদের পর্যবেক্ষক রতন লাল ঠাকুর। রিটার্নিং অফিসার ছিলেন সুরত সিংহ ঠাকুর। অনুরাগ সভাপতি নির্বাচিত হওয়ার পাশাপাশি সহ-সভাপতি হয়েছেন বীরেন্দ্র কানোয়ার। সচিব হয়েছেন জাতীয় বক্সিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাজেশ ভাণ্ডারি।
নির্বাচনের পর হিমাচল প্রদেশ অলিম্পিক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সিমলায় হিমাচল অলিম্পিক ভবন গড়ে তোলা হবে। এ বছরের ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত রাজ্য অলিম্পিক উৎসব হবে।
হিমাচল প্রদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি অনুরাগ ঠাকুর
Web Desk, ABP Ananda
Updated at:
21 Jan 2017 07:21 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -