মুম্বই: সর্বসম্মতিক্রমেই বিসিসিআই-এর সবচেয়ে কমবয়সি সভাপতি নির্বাচিত হতে চলেছেন সদ্য প্রাক্তন সচিব অনুরাগ ঠাকুর। তিনি আইসিসি-র নতুন চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের স্থলাভিষিক্ত হচ্ছেন।

 

রবিবার বোর্ডের বিশেষ সাধারণ সভায় নতুন সভাপতি নির্বাচন হবে। তার জন্য শনিবার মনোনয়ন জমা দিয়েছেন অনুরাগ। এদিন মনোনয়ন পেশের সময় তাঁর পাশে ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, বোর্ড কর্তা রত্নাকর শেট্টি এবং সম্ভাব্য সচিব অজয় শিরকে।

 

পূর্বাঞ্চলের ৬টি ভোটই পাচ্ছেন নতুন বোর্ড সভাপতি। তাঁর মনোনয়নে সিএবি, অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, ন্যাশনাল ক্রিকেট ক্লাব এবং ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা সই করেন। নিয়ম অনুসারে, যে কোনও একটি সংস্থার প্রতিনিধিই সই করলে চলত। কিন্তু নতুন সভাপতির প্রতি আনুগত্য প্রকাশের জন্যই পূর্বাঞ্চলের সবকটি সংস্থা সই করল।

 

৪১ বছর বয়সি অনুরাগের প্রধান কাজ হতে চলেছে বোর্ডের সংস্কার নিয়ে লোঢা কমিটির সুপারিশ কার্যকর করা। সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ায় বোর্ডে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবেন অনুরাগ। তিনি স্বাধীনভাবে কাজ করার মাধ্যমে বোর্ডে বদল আনবেন বলেই আশা করছে ক্রিকেট মহল।