রিও ডি জেনেইরো: প্যারালিম্পিক গেমসে দেশকে সোনার পদক এনে দিলেন মারিয়াপ্পান থঙ্গভেলু। হাইজাম্পার থঙ্গভেলু ১.৮৯ মিটার লাফিয়ে সোনার পদক জিতে নেন রিও-তে। একই ইভেন্টে ১.৮৬ মিটার জাম্প করে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের বরুণ ভাতি। প্যারালিম্পিকে দেশের দুই অ্যাথলিটের সাফল্যে তাঁদের নিজের ট্যুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মারিয়াপ্পানের জন্য তামিলনাড়ু সরকার ২ কোটি টাকা পুরষ্কার ঘোষণা করেছে।



 

থঙ্গভেলুর আগে ভারতের মাত্র দু জন অ্যাথলিট প্যারালিম্পিকে সোনা জিতেছিলেন। ১৯৭২ সালে জার্মানির হেইডেলবার্গ শহরে অনুষ্ঠিত হওয়া প্যারালিম্পিকে সাঁতারে সোনা পেয়েছিলেন মুরলীকান্ত পেটকর। ২০০৪ সালে এথেন্সে জ্যাভলিন থ্রো-য়ে সোনা জেতেন দেবেন্দ্র ঝাঝারিয়া।



 

মাত্র পাঁচ বছর বয়সে স্কুলে যাওয়ার সময় থঙ্গভেলুর ডান পায়ের উপর দিয়ে বাসের চাকা চলে যায়। তারপর থেকেই ডান পায়ে কোনও শক্তি নেই। কিন্তু সেই প্রতিবন্ধকতাকে জয় করে সোনা জিতলেন ২১ বছর বয়সি এই অ্যাথলিট।