কেপ টাউন: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে একসঙ্গে খেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডিভিলিয়ার্স। তাঁর প্রতি বিরাটের সর্বোচ্চ শ্রদ্ধা আছে। কিন্তু ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজকে কেন এই দুই ক্রিকেটারের লড়াই হিসেবে চিহ্নিত করা হচ্ছে, সেটা বুঝতে পারছেন না ভারতের অধিনায়ক। তিনি বলেছেন, ‘এমন নয় যে শুধু দুই ক্রিকেটার এই সিরিজে খেলছে। এবি আমার দারুণ বন্ধু। ও যেভাবে খেলে, তাতে আমি সবসময় শ্রদ্ধা করি। মানুষ হিসেবেও আমি ওকে শ্রদ্ধা করি। কিন্তু আমরা যখন একে অপরের বিরুদ্ধে খেলি, তখন সীমা ছাড়িয়ে যাই না। আমরা সেরকম না।’
বিরাট আরও বলেছেন, ‘এমন নয় যে আমরা শুধু এবি-কে আউট করতে চাইব বা বিপক্ষ আমাকে, পূজারাকে বা রাহানেকে আউট করতে চাইবে। অন্য ব্যাটসম্যানদের ক্ষেত্রেও একইরকম মনোভাব থাকবে বলেই মনে হয়। সব ব্যাটসম্যানই দলের জয়ে অবদান রাখতে চাইবে। দল হিসেবে না খেলতে পারলে সিরিজ জেতার সুযোগ পাওয়া যাবে না। কয়েকজনকে দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হবে। তারপর একজন বা দু’জন ভাল খেললে ঠিক আছে।’
ভারতীয় দল এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরতে পারেনি। এবারের সম্ভাবনা প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘আমরা দল হিসেবে সবাই ক্ষুধার্ত। সবাই পারফর্ম করার সুযোগ চায়। এটা অত্যন্ত উত্তেজক বিষয়। বিপক্ষ দল সম্পর্কে কিছু বলতে পারব না। কারণ, এবি আমাদের বিরুদ্ধে খেলার পর আর বেশি টেস্ট ম্যাচ খেলেনি। ও অনেকদিন পরে আবার টেস্ট খেলছে। কিন্তু মাঠের বাইরে থেকে যতই উত্তেজনা তৈরি করার চেষ্টা হোক না কেন, যে দল বেশি সময় ধরে একসঙ্গে ভাল খেলতে পারবে, তাদেরই সিরিজ জয়ের সুযোগ বেশি থাকবে।’
ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ শুধু আমার সঙ্গে এবি-র লড়াই নয়, বললেন বিরাট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Dec 2017 11:13 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -