হায়দরাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে অভিষেকেই শতরান করার পর থেকেই প্রশংসায় ভেসে যাচ্ছেন মহারাষ্ট্রের তরুণ ক্রিকেটার পৃথ্বী শ। তবে সবচেয়ে চমকপ্রদ প্রশংসা আজ করলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। তিনি এই তরুণের মধ্যে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ ও ব্রায়ান লারার ছোঁয়া দেখছেন।


আজ ভারতীয় দল তৃতীয় দিনেই দ্বিতীয় টেস্ট ১০ উইকেটে জেতার পর পৃথ্বীর প্রশংসা করে শাস্ত্রী বলেছেন, ‘ক্রিকেট খেলার জন্যই ওর জন্ম হয়েছে। ও আট বছর বয়স থেকে মুম্বইয়ের ময়দানে খেলছে। ওর কঠোর পরিশ্রমের ফল দেখা যাচ্ছে। ও দর্শকদের আনন্দ দেয়। ওর ব্যাটিংয়ে কিছুটা সচিন, কিছুটা বীরু আর হাঁটার মধ্যে কিছুটা লারার ছোঁয়া আছে। ও যদি মাথা ঠিক রাখতে পারে এবং পরিশ্রম করে যায়, তাহলে ওর ভবিষ্যৎ উজ্জ্বল।’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১০ উইকেট নেওয়া উমেশ যাদবেরও প্রশংসা করেছেন শাস্ত্রী। তিনি বলেছেন, ‘উমেশের মতো চারটি টেস্টে মাঠের বাইরে থাকলে সবাই হতাশ হয়। কিন্তু ১১ জনই খেলার সুযোগ পায়। ও এখানে খেলার সুযোগ পেয়েছে। ওর জন্য আমি খুব খুশি। মাত্র চারবার কোনও ভারতীয় পেসার টেস্টে ১০ উইকেট নিয়েছে। এতে ওর নিজের উপর বিশ্বাস ফিরে আসবে। ও এখন বলতে পারে, নিজের জায়গা চাই।’

হায়দরাবাদে দুই ইনিংসেই ভাল পারফরম্যান্স দেখানো তরুণ উইকেটকিপার ঋষভ পন্থেরও প্রশংসা করেছেন শাস্ত্রী। তিনি ইঙ্গিত দিয়েছেন, বাংলার অভিজ্ঞ উইকেটকিপার ঋদ্ধিমান সাহা ফিট হয়ে উঠলেও, বর্তমান ফর্মের ভিত্তিতে পন্থকেই সুযোগ দেওয়া হবে।